বার্তাকক্ষ
নোরা ফতেহি। কলেজের পড়াশোনা শেষ না করেই ক্যারিয়ার গড়তে চলে আসেন ভারতে। নাচের দক্ষতার জন্য ফিল্ম জগতে সহজেই কাজ পেয়েও যান তিনি। বেলে ডান্সের মাধ্যমে অল্প সময়ে খ্যাতি, যশ সবই পেয়ে যান নোরা। বর্তমানে হিন্দি ছবিতে ‘আইটেম সং’র প্রয়োজন হলে পরিচালক-প্রযোজকদের প্রথম পছন্দ তিনি। বরাবরই নাচে বিশেষ জোর দিয়ে হাতেনাতে ফলও পেয়েছেন নোরা। এবার নামের পাশে নৃত্যশিল্পীর বাইরে নতুন এক পরিচয় সংযোজিত হলো তার। প্রযোজক হিসেবে অভিষেক হলো নোরা ফাতেহির। পাশাপাশি প্রকাশ্যে এলো গায়িকা হিসেবে তার প্রথম ভিডিও। এর আগে গুরু রণধাওয়া, হার্ডি সিন্ধু ও রাফতারের মতো গায়কদের সঙ্গে মিউজিক ভিডিওতে কাজ করেছেন নোরা। আন্তর্জাতিক স্তরেও খ্যাতি পেয়েছেন তিনি।
জ্যাক নাইট এবং রেভ্যানির মতো গায়কদের সঙ্গে মিউজিক ভিডিওতে নাচের দৃশ্যে তাকে দেখা গেছে। এবার নোরার নিজের গাওয়া ‘সেক্সি ইন মাই ড্রেস’- গানের ভিডিও প্রকাশ্যে এলো। এই নতুন গানের প্রযোজক গায়িকা নিজেই। পরিচালনার দায়িত্বে ছিলেন একজন মরোক্কান পরিচালক। নোরার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পায় এই গানটি। যদিও এর আগে বিশ্বকাপে মঞ্চে ‘লাইট দ্য স্কাই’- গানে গলা মেলাতে শোনা যায় তাকে।
