প্রতিদিনের ডেস্ক॥ সম্প্রতি খবর প্রকাশ হয়, সরকারি পৃষ্ঠপোষকতায় ‘অপারেশন জ্যাকপট’ নামে একটি সিনেমায় অভিনয় করবেন সিয়াম আহমেদ। তবে এই খবরটি সত্য নয় বলে জানালেন এ নায়ক। ফেসবুক পোস্টে সিয়াম লিখেছেন, আমি নাকি ‘অপারেশন জ্যাকপট’ সিনেমায় অভিনয় করছি! এমন নিউজ অপ্রত্যাশিত। এটি আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম গৌরবের জায়গা। আমি অবশ্যই এই বিষয়ে সিনেমা নির্মিত হলে এর অংশ হতে চাইবো। কিন্তু সবার আগে আমি দেখবো স্ক্রিপ্ট কেমন, নির্মাতা কে, প্রডিউসার কারা! সিনেমাটি পরিচালনা করবেন কলকাতার রাজীব কুমার বিশ্বাস। এ পরিচালকের সঙ্গে তার কথা হয়েছিল বলে জানান তিনি। সিয়াম বলেন, পরিচালক রাজীব দা’র সঙ্গে আমার হাই-হ্যালো হয়েছিল, স্ক্রিপ্ট নিয়ে বসতে চেয়েছিলেন তিনি। আমার শুটিং ব্যস্ততার কারণে সেই মিটিংটাই হয়নি। এরপর প্রডিউসারের সঙ্গেও আমার কথা হয়েছে, সেখানে স্পষ্ট করে আমি জানিয়ে দিয়েছি যে, এই সিনেমায় আমি অভিনয় করছি না।
এরপরও কীভাবে কাস্টিংয়ে চূড়ান্ত তালিকায় আমার নাম থাকে, সেটিই আমার বোধগম্য না। তিনি লিখেছেন, এক বছরেরও বেশি সময় ধরে কোনো সিনেমার সাইন করিনি আমি। দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসতে চাই বলেই এই বিরতি। কাজেই দর্শকদের অনুরোধ করবো, এমন উড়ো খবরে কখনো বিশ্বাস করবেন না।
