অপোর ‘বিউটিফুল বাংলাদেশ, ইন পোর্ট্রেট’ ক্যাম্পেইন

0
15

বার্তাকক্ষ ,,বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও সমৃদ্ধ ইতিহাস ক্যামেরাবন্দি করতে সম্প্রতি ‘বিউটিফুল বাংলাদেশ, ইন পোর্ট্রেট’ শীর্ষক একটি নতুন ক্যাম্পেইন চালু করেছে অপো। ১১ মার্চ শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে ১৭ মার্চ পর্যন্ত। আয়োজক কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পেইনের বিজয়ীকে পুরস্কার হিসেবে দেয়া হবে অপোর ১০০ মেগাপিক্সেল আল্ট্রা-ক্লিয়ার পোর্ট্রেট ক্যামেরা সংযুক্ত স্মার্টফোন অপো রেনো এইট টি।
অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেন, ‘এ ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশের নির্মল সৌন্দর্য, এর গৌরবময় ইতিহাস এবং এ দেশের মানুষের বৈচিত্র্যপূর্ণ জীবন ক্যামেরাবন্দি করার সুযোগ দিতে চায় অপো। আমরা আশা করি, “‍বিউটিফুল বাংলাদেশ, ইন পোর্ট্রেট’’” ক্যাম্পেইন বাংলাদেশের তরুণদের জন্য দেশের সৌন্দর্য এবং বিভিন্ন জনগোষ্ঠীর সমৃদ্ধ সাংস্কৃতিক পটভূমিকে গভীরভাবে পর্যবেক্ষণ করার সুযোগ সৃষ্টি করবে। এ ক্যাম্পেইন সবাইকে দেশ, মানুষ এবং প্রকৃতির সৌন্দর্য নতুনভাবে দেখতে উৎসাহিত করবে।’
ক্যাম্পেইনের আয়োজকরা বলছেন, বাংলাদেশ একটি সুন্দর দেশ এবং এর গৌরবময় ইতিহাস ও সমৃদ্ধ সাংস্কৃতিক পটভূমি আছে। এ দেশের মানুষ ও প্রকৃতির মাঝে লুকিয়ে আছে হাজার হাজার অনুপ্রেরণার গল্প। ব্যবহারকারীদের জন্য এ বৈচিত্র্যময় সৌন্দর্য অবলোকন করার সুযোগ তৈরি করার উদ্দেশ্যেই অপো ক্যাম্পেইনটি নিয়ে এসেছে। এর মাধ্যমে অপো তরুণ প্রজন্মকে নিজেদের শৈল্পিক সত্তার বহিঃপ্রকাশ করার পাশাপাশি তাদের মধ্যে দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলতে উৎসাহিত করবে।