Sunday, December 3, 2023
Homeঅর্থনীতিঅবরোধে ‘প্রায় ফাঁকা’ নিউমার্কেট, চিন্তিত ব্যবসায়ীরা

অবরোধে ‘প্রায় ফাঁকা’ নিউমার্কেট, চিন্তিত ব্যবসায়ীরা

Published on

সাম্প্রতিক সংবাদ

গৌরবদীপ্ত বিজয়ের মাস

জিনিয়া রাজিন আজ ডিসেম্বরের ৩ তারিখ। একাত্তরের এই দিনে একদিকে যেমন বাংলার বুকে এগিয়ে চলছিল...

ভোটের আগে ও পরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করুন

জাতীয় সংসদ নির্বাচন সামনে এলেই ভয়-আতঙ্কে ভুগতে থাকে সংখ্যালঘু সম্প্রদায়। এ ভয়ভীতি, উদ্বেগ-উৎকণ্ঠা মোটেই...

শরিকদের বেকায়দায় ফেলে এগোচ্ছে আওয়ামী লীগ!

প্রতিদিনের ডেস্ক বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি করে ভোটে অংশ নিয়েছিল আওয়ামী লীগের...

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ: দুই মোটরসাইকেল আরোহী আহত

প্রতিদিনের ডেস্ক রাজধানীর ফার্মগেটে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জন আহত হয়েছেন।...

প্রতিদিনের ডেস্ক॥ বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা পঞ্চম ধাপের অবরোধ চলছে। সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর টানা অবরোধের প্রভাব পড়েছে যোগাযোগব্যবস্থাসহ ব্যবসা-বাণিজ্যে। মানুষের চলাচল কমে যাওয়ায় রাজধানীর বিপণীবিতানগুলোতেও বিক্রি কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।বুধবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর নিউমার্কেট, সায়েন্সল্যাব, নীলক্ষেত এলাকার প্রায় ১৯টির মতো মার্কেটে ঘুরে এবং ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
এদিন সরেজমিনে নিউমার্কেট এলাকায় দেখা যায়, রাস্তায় যানবাহনের পরিমাণ কম। সপ্তাহের প্রায় প্রতিটি দিন যেখানে এই এলাকায় যানজট লেগেই থাকে সেখানে এদিন রাস্তা ছিল অনেকটাই ফাঁকা। ব্যবসায়ীরা বলছেন, টানা অবরোধের ফলে মার্কেটে ক্রেতা সমাগম কমেছে। বিক্রির পরিমাণও কম। এভাবে অবরোধ চলতে থাকলে দীর্ঘমেয়াদে তাদের ব্যবসা ঝুঁকির মধ্যে পড়বে।
সাইন্সল্যাব মোড়ে প্রিয়াঙ্গন শপিং কমপ্লেক্সের কাপড় ব্যবসায়ী মনিরুল হোসেন বলেন, ‘প্রায় এক মাস ধরে ব্যবসা হচ্ছে না। আগের মতো ক্রেতা পাই না। কাপড়ের দাম কিছুটা বাড়তি, আবার ক্রেতাও কম। ব্যবসায় ক্ষতি হচ্ছে আমাদের।’
গ্লোব সুপার মার্কেট, ধানমন্ডি হকার্স মার্কেটেরও একই অবস্থা। ক্রেতার অভাবে দোকানে বসে অলস সময় পার করছেন অনেক ব্যবসায়ী। মার্কেটের কাপড় ব্যবসায়ী জয়নাল আবেদীন বলেন, বেচাকেনা তো একেবারেই নেই। বসেই থাকি বেশিরভাগ সময়। অবরোধে ব্যবসার পরিস্থিতি আরও খারাপ। এভাবে যদি চলতে থাকে সামনে আমাদের টিকে থাকা কষ্টকর হয়ে যাবে।’
নিউমার্কেটের ব্যবসায়ী আমিনুর রহমান বলেন, ‘আমাদের ব্যবসা ভালো না। কাস্টমার কম এখন। কর্মচারীর বেতন দেওয়াই কষ্ট। অবরোধ তো চলছেই। আজ (বুধবার) আবার নির্বাচনের তফসিল। ব্যবসার পরিস্থিতি কী হয় সেটাই এখন চিন্তার বিষয়।’
তবে মার্কেটের তুলনায় এই এলাকার ফুটপাতের দোকানগুলোতে কিছুটা ভিড় দেখা গেছে। দামে কিছুটা কম হওয়ায় অনেকেই ফুটপাত থেকে কেনাকাটা করছেন। ফুটপাতের কাপড় ব্যবসায়ী রাকিব বলেন, ‘বেচাকেনা আছে মোটামুটি। অন্যদিন তো অনেক কাস্টমার থাকে। তবে আজ রিলাক্সে বিক্রি করতে পারছি। টুকটাক বিক্রি হচ্ছে।’
এদিকে অবরোধ ঘিরে নিউমার্কেট ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা গেছে। নাশকতা রোধে গাড়ি নিয়ে পুলিশকে টহল দিতেও দেখা যায়।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

বিদেশি ফলের দাম কমলেও বাড়েনি বিক্রি

প্রতিদিনের ডেস্ক শীতকাল আসায় রাজধানীর বাজারগুলোতে কমতে শুরু করেছে বিভিন্ন বিদেশি ফলের দাম। মৌসুমি দেশি...

আর এন স্পিনিংয়ের নাম পরিবর্তনের সিদ্ধান্ত

প্রতিদিনের ডেস্ক নতুন নামে আসছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর. এন. স্পিনিং মিলস লিমিটেড।...

বাংলাদেশ প্রবাসী অ্যাওয়ার্ড চালু করল ক্যানবেরাস্থ বাংলাদেশ হাইকমিশন

প্রতিদিনের ডেস্ক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ফিজি প্রবাসী বাংলাদেশিদের অবদানের স্বীকৃতি প্রদানে ‘বাংলাদেশ প্রবাসী অ্যাওয়ার্ড’ চালু...