প্রতিদিনের ডেস্ক॥ বিএনপি-জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা দ্বিতীয় দফার টানা ৪৮ ঘণ্টার অবরোধ গতকাল সোমবার শেষ হয়েছে আজ বিরতি দিয়ে আগামীকাল বুধবার থেকে তৃতীয় দফায় আরও ৪৮ ঘণ্টার অবরোধ ডেকেছে বিরোধী রাজনৈতিক দলগুলো৷অবরোধের দিনগুলোতে দোকানপাট খোলা রাখলেও ক্রেতা পাচ্ছেন না রাজধানীর নিউমার্কেটের ব্যবসায়ীরা৷ মঙ্গলবার সাপ্তাহিক বন্ধের দিনেও মার্কেটটির অনেক দোকান খোলা রেখেছেন ব্যবসায়ীরা৷অনেক দোকান খোলা হয়েছে দুপুরের পর।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে সরেজমিনে নিউমার্কেট এলাকায় দেখা যায়, অনেক কাপড়ের দোকান খোলা রয়েছে৷ ক্রেতারাও আসছেন৷ বিক্রেতারা বলছেন, অবরোধে ব্যবসার ক্ষতি কাটিয়ে উঠতে সাপ্তাহিক বন্ধের দিনেও তারা দোকান খোলা রেখেছেন৷
নিউমার্কেটের বদরুদ্দেজা সুপার মার্কেটের ব্যবসায়ী শাহাবুদ্দিন হোসেন বলেন, অবরোধে বিক্রি একেবারেই কমে গেছে৷ গত কয়েক সপ্তাহ ব্যবসার করুণ অবস্থা৷ আজকে অবরোধ নেই৷ তাই বন্ধের দিনও দোকান খোলা রেখেছি৷ যদি কিছু বিক্রি হয়৷
আরেক ব্যবসায়ী আতিয়ার রহমান বলেন, ব্যবসার খুব খারাপ অবস্থা৷ গত এক সপ্তাহের বেশি হলো তেমন ক্রেতা পাই না৷ কর্মচারীর বেতন দেওয়াই কষ্টকর৷ অন্য সময় মঙ্গলবারে দোকান বন্ধ রাখি৷ এখন ব্যবসার যে পরিস্থিতি তাতে দোকান খোলা না রেখে উপায় নেই৷রাস্তার পাশের এসব কাপড়ের দোকানের পাশাপাশি ফুটপাতেও দোকান নিয়ে বসেছেন অনেক হকার৷ সালাউদ্দিন নামের এক হকার বলেন, গত কয়েকদিন দোকান নিয়ে বসতেই পারি না৷ কেনাবেচা নাই৷ কী আর করমু৷ যদি কিছু বেচতে পারি এজন্য বসছি৷
মার্কেট ঘুরে ক্রেতাদের অনেকের সঙ্গে কথা হলে তারা জানান, দফায় দফায় অবরোধের কারণে তারা কেনাকাটা করতে আসতে পারেন না। আজ অবরোধ না থাকায় সাপ্তাহিক বন্ধের দিন জেনেও তারা এসেছেন।
সপ্তম শ্রেণি পড়ুয়া ছেলেকে নিয়ে কাপড় কিনতে এসেছেন উর্মী আক্তার৷ তিনি বলেন, অবরোধের কারণে কেনাকাটা করতে বের হই না৷ আজ এলাম৷ কেনাকাটা শেষ, এখন বাসায় ফিরবো৷
অবরোধে বেচাকেনায় ধস বন্ধের দিনেও দোকান খুলেছেন নিউমার্কেটের অনেক ব্যবসায়ী
Published on
