প্রতিদিনের ডেস্ক॥ বিএনপি-জামায়াতের ডাকা পঞ্চম দফায় ৪৮ ঘণ্টার অবরোধে ঢাকাসহ সারাদেশে বাস-মিনিবাস চলবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে খন্দকার এনায়েত উল্যাহ বলেন, আগামীকাল বুধবার (১৫ নভেম্বর) থেকে টানা ৪৮ ঘণ্টা অবরোধে ঢাকাসহ সারাদেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে। মালিক সমিতি সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি ও কোম্পানির মালিকদের অনুরোধ জানিয়েছে।
জনবিরোধী হরতাল-অবরোধে মালিক-শ্রমিকরা কখনো সাড়া দেবে না, এমন দাবি করে খন্দকার এনায়েত উল্যাহ বলেন, সামনের দিনগুলোতে অবরোধের দিনগুলোতে গাড়ি চলাচলে যাতে বাধগ্রস্ত না হয় এজন্য রাজধানী ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করিতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ জানান।
দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্যই বিএনপি এমন জনবিরোধী কর্মসূচি দিচ্ছে জানিয়ে এনায়েত উল্যাহ বলেন, অবরোধের নামে গাড়ি ভাঙচুর, অগ্নি সংযোগ, শ্রমিকের জীবনহানি কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
জনগণের দুর্ভোগের কথা মাথায় রেখে মালিক-শ্রমিকরা অবরোধ উপেক্ষা করে গাড়ি চালাবে বলে জানান তিনি।
