বার্তাকক্ষ
পুলিশগ্রেফতারকৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে খড়িবাড়ি পুলিশ
ভারত-নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে এক বাংলাদেশি নাগরিকসহ একজন ভারতীয়কে গ্রেফতার করছে খড়িবাড়ি পুলিশ। ভারতীয় সীমান্তে মোতায়েন এসএসবি জওয়ানরা শুক্রবার প্রথমে তাদের আটক করে।
আটককৃত বাংলাদেশির নাম মশেদুর রহমান (৪৫)। তার বাড়ি বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ফুলবাড়িতে। আটক ভারতীয় নাগরিক হলেন একরামুল হক (৩৪)। তার বাড়ি কোচবিহারের সাহেবগঞ্জ এলাকায়।
ওই বাংলাদেশি নাগরিক পানিট্যাঙ্কি সীমান্তের মেচি সেতু দিয়ে অবৈধভাবে ভারত থেকে নেপালে যাচ্ছিলেন। এসএসবি জওয়ানদের সন্দেহ হওয়ায় তাদের আটক করে তল্লাশি চালানো হয়। বাংলাদেশি নাগরিকের কাছ থেকে পাসপোর্ট ও ভারতীয় ভিসা পাওয়া যায়।
এছাড়া তাদের কাছ থেকে জাল আধার কার্ড ও কোভিড সার্টিফিকেট পাওয়া গেছে। তবে ওই বাংলাদেশির কাছে নেপালের কোনও ভিসা ছিল না। তাকে সাহায্য করার জন্য ভারতীয়কেও আটক করে এসএসবি।
আটককৃতদের জিজ্ঞাসাবাদের পর শুক্রবার রাতে এসএসবি তাদের খড়িবাড়ি পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাদের গ্রেফতার করে। তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠিয়েছে খড়িবাড়ি পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
