আল মামুন রাজু, অভয়নগর
যশোরের অভয়নগরে শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেছেন ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ।গতকাল (২১অক্টোবর) শনিবার বিকাল ৪ টায় ৮ নম্বর সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা বাজার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে এ বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সরদার আহম্মদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অভয়নগর বাঘারপাড়া ও বসুন্দিয়া নির্বাচনী এলাকার নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও যশোর জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু। ৮নং সিদ্ধিপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খান এ কামাল, সিদ্ধিপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান। উপজেলা তাঁতীলীগের সভাপতি ফারাজী জিয়াউর রহমান জিয়া বাবু, এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
