অভয়নগর প্রতিনিধি
যশোরের অভয়নগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের দিঘীরপাড় গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে শিশুটি মারা যায়। শিশুটির নাম হাবিবা খাতুন। সে উপজেলার দিঘীরপাড় গ্রামের ফিরোজ মোল্লার মেয়ে। হাবিবা খাতুনের চাচা হুমায়ন কবির জানান, আজ সকাল ১০টার দিকে আমরা সবাই মিলে বাড়ির উঠানে ধান মাড়াইয়ের কাজ করছিলাম। শিশু হাবিবা উঠানে খেলা করছিল। কিছুক্ষণ পর উঠানে তাকে না পেয়ে খোঁজাখুজি করি। এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে ভাসমান অবস্থায় দেখতে পাই। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। এরপর তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শোভন বিশ্বাস জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) এ বি এম মেহেদী মাসুদ জানান, পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সের একটি শিশু মারা গেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
