আল মামুন রাজু, অভয়নগর
যশোরের অভয়নগর উপজেলার ১৩৪ টি পুজা মন্ডপে সারদীয় দুর্গাপূজা উপলক্ষে অনুদান প্রদান করেছেন অভয়নগর বাঘারপাড়া ও বসুন্দিয়া নির্বাচনী এলাকার নৌকা প্রতিকের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ। গতকাল শুক্রবার বিকালে নওয়াপাড়া বাজারস্থ ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজের রাজনৈতিক কার্যালয়ে এ অনুদান বিতরণ করা হয়। রামকৃষ্ণ আশ্রমের সভাপতি শ্রী গৌর চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান তারু, হিন্দু খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমরেশ বৈরাগী, মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক শেখর কুমার বর্মণ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা তাঁতীলীগের সভাপতি ফারাজী জিয়াউর রহমান জিয়া বাবু ও কিশোর কুমার। অনুষ্ঠান শেষে ১৩৪ টি মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদকের হাতে অনুদানের অর্থ তুলে দেওয়া হয়।