বার্তাকক্ষ
ভারতের অভিনেত্রী বৈশালী টক্করকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে তার প্রাক্তন প্রেমিক রাহুল নবলানীকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, আত্মহত্যার পর থেকেই রাহুল নবলানী পলাতক ছিলেন। বৈশালীর আত্মহত্যার পর ঘটনাস্থলে একটি সুইসাইড নোট পাওয়া গিয়েছিল। এতে রাহুলের বিরুদ্ধে হেনস্তার অভিযোগের কথা পাওয়া যায়। এতে রাহুল নাভলানির বিরুদ্ধে হেনস্তা করার অভিযোগ এনেছেন অভিনেত্রী। অতীতে ওই ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, সে তাকে হয়রানি করত এবং বিয়ে করতে দেয়নি বলে অভিযোগ তার। বৈশালীর প্রতিবেশী রাহুল নাভলানি এবং তার স্ত্রী দিশার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানায়, নাভলানির সঙ্গে প্রেমের সম্পর্কের কথা বৈশালীর পরিবার জানত। পরিবারের দাবি, নাভলানি বৈশালী সম্পর্কে গুজব ছড়াত এবং তার হবু বরের কাছে তাদের প্রেমের সম্পর্ক থাকার বিষয়টি জানিয়েছিল। নাভলানি বৈশালীর সঙ্গে থাকা ছবি ও ভিডিও দন্তচিকিৎসক হবু স্বামীর কাছে পাঠিয়েছিলেন বলে অভিযোগ, পরে বাগদান বাতিল করেছিলেন তিনি।
