বার্তাকক্ষ
অর্থনৈতিক সহযোগিতা জোরদার করতে এবার অভিবাসন চুক্তি সই করলো ভারত ও অস্ট্রেলিয়া। বুধবার (২৪ মে) ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিডনি সফরে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজের সঙ্গে বৈঠকের পর এমন ঘোষণা দিলো দেশ দুটি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
চুক্তিটির লক্ষ্য হলো দেশ দুটির ‘ছাত্র, স্নাতক, গবেষক ও ব্যবসায়ীদের এক দেশ থেকে অপর দেশে চলাফেরা সহজ করা।’ আলোচনায় তারা ক্রমবর্ধমান বৈশ্বিক উত্তেজনার মধ্যে আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আলোচনা করেন।
বিবৃতি অনুসারে, চুক্তির মাধ্যমে ‘মেটস’ নামক এক বিশেষ সুবিধা দেওয়া হবে অস্ট্রেলিয়াগামী ভারতীয় অভিবাসীদের। এক্ষেত্রে মেধাবীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।
মঙ্গলবার মোদি জানান, খনি ও খনিজ সম্পদ উত্তোলনে সহযোগিতা ও ভারত-অস্ট্রেলিয়া গ্রিন হাইড্রোজেন টাস্কফোর্স গঠনে আলোচনা করেন তারা। অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি নিয়েও প্রায় এক দশক ধরে আলোচনা চলছে দেশ দুটির।
এক বিবৃতিতে মোদি বলেন, ‘ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধার সম্পর্ক রয়েছে।’
চার সদস্যবিশিষ্ট কোয়াড গোষ্ঠীর সদস্য ভারত ও অস্ট্রেলিয়া। বাকি দুই সদস্য হলো জাপান ও যুক্তরাষ্ট্র। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ঋণ সীমা নিয়ে জটিলতার কারণে কোয়াডটির নির্ধারিত বৈঠক বাতিল হলেও সিডনি সফরে যান মোদি। ২০১৪ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়া সফরে গেলেন তিনি। এর দুই মাস আগে চলতি বছরের মার্চে দিল্লি সফরে গিয়েছিলেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী।
বেশ কয়েক বছর ধরে অভিবাসন বিষয়ক চুক্তি নিয়ে আলোচনা চলছিল দেশ দুটির। অস্ট্রেলীয় জনগোষ্ঠীর একটি বিশাল অংশ ভারতীয় অভিবাসী। ২০১৬ সাল থেকে সিডনিতে যাওয়া অভিবাসীদের প্রায় এক-চতুর্থাংশই ভারতীয়। সূত্র: বিবিসি
