বার্তাকক্ষ ,,মাইক্রোসফটের ওয়েব ব্রাউজার মাইক্রোসফট এজ শিগগিরই একটি পরীক্ষামূলক ভিডিও আপস্কেলিং ফিচার চালু করতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি এজ ব্রাউজারের সর্বশেষ ভিডিও সুপার রেজল্যুশন (ভিএসআর) ফিচার নিম্নমানের ভিডিওর রেজল্যুশন বাড়াতে মেশিন লার্নিং প্রযুক্তি ব্যবহার করবে। প্রযুক্তি জায়ান্টটির এজ ইনসাইডার্স ব্লগ আপডেটে সম্প্রতি নতুন এ ফিচারের ঘোষণা দিয়েছে। খবর গ্যাজেটস নাউ।
এজ ইনসাইডার্স ব্লগের তথ্য অনুযায়ী, মাইক্রোসফটের ভিএসআর প্রযুক্তি ইউটিউবের মতো প্লাটফর্মে ভিডিওর কম্প্রেশন ব্লকিং আর্টিফ্যাক্টগুলো সরিয়ে ফেলার পাশাপাশি টেক্সের স্পষ্টতা উন্নত করতে পারে। বর্তমানে ফিচারটির পরীক্ষা নিরীক্ষা চলছে। ইনসাইডার প্রগ্রামে এজের অল্প কয়েকজন ক্যানারি চ্যানেল ব্যবহারকারীর জন্য ফিচারটি উপলব্ধ।
মাইক্রোসফট এজ ভিএসআর
ফিচারটি ব্যবহার করার আগে এর সম্পর্কে ব্যবহারকারীদের কিছু নিয়ম জেনে রাখা উচিত। মাইক্রোসফট এজের ভিএসআর ফিচারটি শুধু ৭২০ পিক্সেল বা এর নিম্নমানের ভিডিও রেজল্যুশনে কাজ করবে। তবে ভিডিওর আকৃতিতে দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই ১৯২ পিক্সেলের অধিক হতে হবে। এছাড়া এ ধরনের ভিডিও কনটেন্টের কপিরাইট অরক্ষিত হয়ে পড়বে। কেননা প্লেরেডি বা ওয়াইডভাইনভিডিওর মতো ডিজিটাল রাইটস ম্যানেজমেন্ট (ডিআরএম) প্রযুক্তি ভিডিও কনটেন্টের সুরক্ষা বজায় রাখতে পারবে না। নির্দিষ্ট এ সীমাবদ্ধতা ফিচারটি ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের প্রভাবিত করতে পারে। কেননা নেটফ্লিক্স ও অন্যান্য জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্মগুলো কপিরাইট সুরক্ষার জন্য এসব ডিআরএম প্রযুক্তি ব্যবহার করে থাকে।এছাড়া ফিচারটি ব্যবহার করতে হলে ডিভাইসে এনভিডিয়া আরটিএক্স ২০ সিরিজ বা এএমডি রেডিয়ন আরএক্স ৫৭০০ সিরিজ বা তার উচ্চ ক্ষমতাসম্পন্ন গ্রাফিক্স কার্ড থাকতে হবে। পাশাপাশি ফিচারটি গেমিং ল্যাপটপগুলোর জন্য উপলব্ধ হবে। আরেকটি বিষয় হলো ফিচারটি ৭২০ পিক্সেল রেজল্যুশনের ভিডিওকে পূর্ণ এইচডি ১০৮০ পিক্সেলে রূপান্তর করতে পারে কিনা সে ব্যাপারে কিছু জানায়নি মাইক্রোসফট।
প্রযুক্তিবিষয়ক পত্রিকা দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, ইন্টেল করপোরেশনও ক্রোমিয়ামভিত্তিক ব্রাউজারের জন্য একটি অনুরূপ ভিডিও আপস্কেলিং ফিচার তৈরির কাজ করছে। এছাড়া এনভিডিয়া এরই মধ্যে আরটিএক্স সুপার রেজল্যুশনের (আরটিএক্স ভিএসআর) একটি প্রাথমিক সংস্করণ বাজারে ছেড়েছে। ফিচারটি কোম্পানির নিজস্ব আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) আপস্কেলিং প্রযুক্তি। ২০১৯ সাল থেকে শিল্ড টিভি ডিভাইসে এ ফিচার ব্যবহার করা হচ্ছে।