বার্তাকক্ষ
আইওএস প্লাটফর্মের জন্যও ফ্রি ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) পরিষেবা চালু করেছে অপেরা। ২০১৯ সালে প্রথম অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য এটি চালু করা হয়। নতুন সংযোজনের মাধ্যমে বর্তমানে ম্যাক, উইন্ডোজ, লিনাক্স, অ্যান্ড্রয়েড ও আইওএসেও এ পরিষেবা চালু হলো। খবর গিজমোচায়না।
ইন্টারনেট জগতে নিরাপত্তার বিষয়টি এখন খুবই গুরুত্বপূর্ণ। আর ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে বিচরণের সময় ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত প্রয়োজন। এদিক থেকে ব্যবহারকারীদের সহায়তা করে ভিপিএন। অপেরা ব্রাউজারে থাকা বিল্ট ইন ভিপিএন ওয়েব ব্রাউজিংয়ের সময় ব্যবহারকারীদের অতিরিক্ত নিরাপত্তা দেয়। আইপি ঠিকানা গোপন রাখার পাশাপাশি অনলাইন কার্যক্রমকে এনক্রিপ্টেড করে রাখে ভিপিএন। মূলত অনিরাপদ সংযোগের ক্ষেত্রে এ সুবিধা দেয়া হয়।
আইওএসে ভিপিএন ব্যবহারের জন্য কোনো অ্যাকাউন্ট তৈরির প্রয়োজন হয় না, এমনকি কোনো এক্সটেনশনও ব্যবহার করতে হয় না। মূল মেনুতে প্রবেশে করে সহজেই ভিপিএন চালু করা যাবে। কঠোর নো-লগস নীতিমালার কারণে অপেরা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও ব্রাউজিং হিস্ট্রি সংরক্ষণ করে না বলে দাবি করেছে
আইওএস প্লাটফর্মের ব্যবহারকারীরা বর্তমানে ভিপিএনের মাধ্যমে গোপনীয়তা ও নিরাপত্তার সঙ্গে অনলাইনে ব্রাউজ করতে পারবে। ভিপিএনের পাশাপাশি আইওএসের ব্রাউজারে আরো কিছু ফিচারও চালু করা হয়েছে।
