বার্তাকক্ষ
চিত্রনায়ক শাকিব খানের মানহানিকর বক্তব্যের প্রতিবাদে আইনজীবীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন বলে জানালেন চিত্রনায়িকা শবনম বুবলী। সম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলীর বিরুদ্ধে অবৈধ সম্পর্কের অভিযোগ আনেন শাকিব। শাকিবের এমন বক্তব্যের পর শবনম বুবলী জানান, তার (শাকিব) উদ্দেশ্যে আর কিছু বলতে চাই না। কারণ সব সম্পর্কের ঊর্ধ্বে তিনি তার সন্তানের মা’কে নিয়ে যে নোংরাভাবে মিথ্যাচার করছেন, যে বাজেভাবে কথা বলছেন, মানহানির চেষ্টা করছেন- তার সবকিছুর প্রমাণ আপনারা দেখতেই পাচ্ছেন।
আমি কীভাবে তাকে সম্মান দিয়ে কথা বলি এবং তিনি কীভাবে আমাকে অসম্মান করছেন। এ ছাড়া আগের সব বিষয় অস্বীকার করে নানান গল্প বলছেন তাও আপনারা দেখছেন। বুবলী আরও বলেন, এসব আমাকে এবং সন্তানকে বিপর্যস্ত করে তুলছে। কারণ আমি মা হিসেবে মানসিকভাবে ভালো না থাকলে আমার সন্তানের ওপরও তার মারাত্মক প্রভাব পড়ছে। এটা নিয়ে শিগগিরই আইনজীবীর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবো। কারণ এই মানহানি আমার একার নয়, সন্তানেরও।
