বার্তাকক্ষ ,,শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. ইকবাল হোসেন অপু বলেছেন, আওয়ামী লীগ সরকার সবসময় বিপদে অসহায় মানুষের পাশে দাঁড়ায়। যখনই মানুষ বিপদে পড়ে আওয়ামী লীগ সরকার তাদের সবকিছু দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। দুর্যোগ-দুর্ভোগে জনগণ আওয়ামী লীগকে কাছে পেয়েছে। কে আসলো আর কে আসলো না, তা জানি না। গণমানুষের রাজনৈতিক দল আওয়ামী লীগ নৈতিক দায়িত্ব থেকেই সবসময় মানুষের পাশে ছিলো, আছে এবং থাকবে।
বুধবার (১ মার্চ) শরীয়তপুর সদর উপজেলার রাজাগঞ্জ বাজারে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।
মো. ইকবাল হোসেন বলেন, করোনাকালীন সময় আওয়ামী লীগ সরকার বিভিন্ন উপায়ে মানুষের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে এর থেকে অনন্য উদাহরণ আর হতে পারে না।
তিনি বলেন, মানবতার মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাকালীন দল- প্রশাসনকে যেভাবে নির্দেশনা দিয়ে মানুষের বিপদে পাশে থাকার যেই ব্যাবস্থা করেছিলেন তা একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আজ সকলের জন্য তিনি করোনার টিকার ব্যবস্থা করেছিলেন বলে বাংলাদেশ করোনাভাইরাস মোকাবিলায় অন্যান্য দেশের থেকে এগিয়ে রয়েছে
এ সময় সদর আওয়ামী লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।