খুবি প্রতিনিধি
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) একাডেমিক ক্ষেত্রে দুইটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন পেয়েছে। যার মধ্যে একটি বিশ্বমানের নতুন ওবিই কারিকুলা। অপরটি শিক্ষার্থীদের কাছ থেকে ফিডব্যাক গ্রহণ। বৃহস্পতিবার বিশ^বিদ্যালয় সিন্ডিকেটের ২২১তম সভায় এ দুটি সিদ্ধান্তের অনুমোদন দেয়া হয়েছে। এদিন বেলা ৩টায় সিন্ডিকেটের সভা হয়।
সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। সভায় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। সিন্ডিকেটে অনুমোদন পাওয়ায় নতুন শিক্ষবর্ষে আগামী বছরের জানুয়ারি মাস থেকে খুলনা বিশ্ববিদ্যালয়ে বিশ্বমানের এই নতুন ওবিই কারিকুলার মাধ্যমে পঠন-পাঠন শুরু হবে। যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান আরও সমৃদ্ধ করবে। এই ওবিই কারিকুলা সিন্ডিকেটে অনুমোদন পাওয়ায় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয় অবস্থান অগ্রসর হলো। অন্যদিকে, স্টুডেন্ট ফিডব্যাক গ্রহণের মতো সিদ্ধান্ত গৃহীত হওয়ায় এক্ষেত্রেও খুলনা বিশ্ববিদ্যালয় দৃষ্টান্ত স্থাপন করলো। এখন থেকে সব ডিসিপ্লিনেই স্টুডেন্ট ফিডব্যাক গ্রহণ করা হবে। বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেম ওয়ার্ক (বিএনকিউএফ) এবং বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিল’র (বিএসি) গাইডলাইন অনুসরণ করে গত মাসে খুলনা বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্রাজুয়েট ও মাস্টার্সের আউটকাম বেজড এডুকেশন (ওবিই) কারিকুলা প্রণয়নের কাজ শেষ হয়। বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিন এবং একটি সেন্টারের জন্য ওবিই কারিকুলা চূড়ান্ত করা হয়।
সিন্ডিকেটের সচিব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস বিকেল ৫টায় সিন্ডিকেট সভা শেষে জানান, সভায় সর্বসম্মতভাবে এই ওবিই কারিকুলা অনুমোদন দেয়া হয়েছে। তিনি আরও জানান, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থীরা বিশ্বমানের এই নতুন কারিকুলা দিয়ে তাদের শিক্ষাজীবনের যাত্রা শুরু করতে পারবে। একই সাথে স্টুডেন্ট ফিডব্যাক গ্রহণের সিদ্ধান্ত অনুমোদিত হওয়ায় তা সব ডিসিপ্লিনের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
আগামী শিক্ষাবর্ষ থেকে বিশ্বমানের নতুন কারিকুলা অনুসরণ করে পাঠদান
Published on