বার্তাকক্ষ
রাজধানীর নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ঢাকা কলেজের পুকুর থেকে পানি নিচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। শনিবার (১৫ এপ্রিল) সকালে থেকেই নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ১২টি লাইনের মাধ্যমে নেওয়া হচ্ছে পানি।
পানির দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের কমকর্তা হুমায়ুন বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। এখন পর্যন্ত ১২টি লাইনের মাধ্যমে ঢাকা কলেজের পুকুর থেকে পানি নেওয়া হচ্ছে। প্রতিটি পাম্প মিনিটে ২৫০ থেকে ৩০০ লিটার পানি সরবরাহ করতে সক্ষম।’ প্রয়োজনে লাইন সংখ্যা আরও বাড়ানো হবে জানিয়েছেন এই কর্মকর্তা।
ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
এর আগে শনিবার (১৫ এপ্রিল) ভোর ৫টা ৪০ মিনিটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে প্রাথমিকভাবে ১০টি ইউনিট কাজ শুরু করে। দীর্ঘ চার ঘণ্টার বেশি সময় অতিবাহিত হলেও আগুন নিয়ন্ত্রণে না আসায় বাড়তে থাকে ইউনিট। বর্তমানে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট কাজ করছে।
ইতোমধ্যেই আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারকাজে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছেন সেনা, নৌ ও বিমানবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা। বিদ্যুতের অধিক লোড এবং বৈদ্যুতিক লাইনের মেরামত না করায় নিউ সুপার মার্কেটে আগুনের ঘটনা ঘটতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। আবার কেউ কেউ ধারণা করছেন, এসির লাইন থেকে আগুন সারা মার্কেটে ছড়িয়েছে।
