Friday, December 8, 2023
Homeশহর-গ্রামআটুলিয়ায় নিজের ঘরে আগুন জ্বালিয়ে অন্যকে দোষারোপ

আটুলিয়ায় নিজের ঘরে আগুন জ্বালিয়ে অন্যকে দোষারোপ

Published on

সাম্প্রতিক সংবাদ

কম বয়সীদের মধ্যে হৃদরোগ বাড়ার কারণ জানালেন বিশেষজ্ঞরা

প্রতিদিনের ডেস্ক বর্তমান সময়ে হৃদরোগে আক্রান্তের সংখ্যা হু হু করে বৃদ্ধি পাচ্ছে। আক্রান্তদের মধ্যে কম...

কোলেস্টেরল বেড়েছে? এড়িয়ে চলবেন যেসব খাবার

প্রতিদিনের ডেস্ক জীবনযাপনে ব্যাপক অনিয়মের কারণেই মানুষের মধ্যে বাড়ছে হৃদরোগের ঝুঁকি। বিশেষ করে উচ্চ রক্তচাপ,...

নির্বাচন নির্বিঘ্নে করতে অস্ত্র উদ্ধার জরুরি

আগামী শনিবার থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্ন করতে অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত...

গৌরবদীপ্ত বিজয়ের মাস

তাহমিনা আক্তার ২ লাখ মা-বোনের সম্ভম আর ৩০ লাখ শহীদের রক্ত রাঙা আমাদের প্রিয় স্বাধীনতা।...

উৎপল মণ্ডল,শ্যামনগর
শ্যামনগরের আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী সরদাবাড়ী গ্রামের ইমদাদুল ইসলামের স্ত্রী রওশনারা খাতুন নামের এক মহিলা নিজের ছাগল ঘরে আগুন জ্বালিয়ে দিয়ে প্রতিবেশী রবিউল ইসলাম নামের এক ব্যসায়ীকে বিরুদ্ধে দায় চাপানোর অভিযোগ উঠেছে। ১৭ অক্টোবর মঙ্গলবার রাতে এ ছাগল ঘরে আগুন জ্বালানোর ঘটনা ঘটে বলে জানা যায়। স্থানীয় গ্রামবাসী আরিফা খাতুন, মোশাররাফ হোসেন, কামরুল ইসলামসহ কয়েকজন জানায়, আনুমানিক রাত আড়াইটার দিকে রওশনারা তার নিজের ছাগল ঘরে আগুন জ্বালিয়ে দেয় এসময় তার মেয়ে সুমাইয়া মোবাইল ফোনে সেই দৃশ্য ভিডিও ধারণ করতে দেখা যায় পরবর্তীতে স্থানীয় লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে এধরনের ঘটনা ঘটার কারন জানতে চাইলে স্থানীয় লোকজন বলেন, গত কয়েক দিন আগে রওশনারার ছেলের সাথে বাড়ির ঘাস কাটাকে কেন্দ্র বিরোধ সৃষ্টি হয় একই এলাকার ইব্রাহিম এসময় রবিউল মীমাংসার চেষ্টা করার পরেও ওদের সংঘর্ষ হয় এতে ভুল বুঝে রবিউলকে জুতা দিয়ে আঘাত করে র‌ওশানারা। পরবর্তীতে রবিউলের পাশের ব্যাবসায়ীরা ও তার স্বামী ইমদাদুল ইসলাম উপস্থিত থেকে জুতা দিয়ে আঘাত করার অপরাধে গলায় জুতার মালা পরিয়ে দেওয়ায় সেখান থেকে এ ঘটনায় সূত্রপাত হয়। পরে র‌ওশানারা নিজে শ্যামনগর থানায় অভিযোগ করে পরে অভিযুক্ত ৭ জনকে পুলিশ হেফাজতে নিলে এই নারী তার কোন অভিযোগ নেই বলে আটক ব্যক্তিদের ছাড়িয়ে নিয়ে আসে। বেশ কয়েক দিন পরে ১৫ অক্টোবর আবার ৯ জনকে আসামি করে একটা মামলা করে শ্যামনগর থানায়। আসামিরা আদালত থেকে জামিনে আসে। একই ঘটনার জের ধরে বিভিন্ন ভাবে হয়রানি করার জন্য নিজ ছাগল ঘরে আগুন জ্বালিয়েছে বলে জানান ব্যাবসায়ী রবিউল ইসলা। তিনি জীবনের নিরাপত্তাহীনতায় আছেন বলে প্রশাসনের তদন্ত পূর্বক সুষ্ঠ ব্যাবস্থার দাবি জানান। তবে এ বিষয়ে র‌ওশানারা খাতুনের নামের নারীর সাথে কথা বলতে তার নিজের বাড়ি গিয়ে তাকে পাওয়া যায়নি। তার মেয়ে সুমাইয়া ও ছেলে সাইদুল জানায়, মা বাড়িতে নেই। ছাগল ঘরে আগুন জ্বালিয়েছে প্রতিবেশীরা এমন দাবি করেন। ছাগল ঘরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা না করে ভিডিও ধারণ করার কারন জিজ্ঞেস করলে মেয়ে সুমাইয়া বলেন আমারদের ঘরে আগুন জ্বালিয়েছে এটা প্রমন রাখতে ভিডিও ধারণ করছিলাম কারন আইনের চোখ অন্ধ প্রমান চায় তাই ভিডিও ধারণ করছি প্রমান রাখার জন্য। এ বিষয়ে শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, জুতার মালা গলায় দেওয়া বিষয়ে মামলা হয়ছে আইনের গতিতে চলমান আছে ঘর জ্বালানোর বিষয়ে আমার কাছে কোন অভিযোগ করেনি অভিযোগ করলে তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্ৰহন করা হবে।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

বাগেরহাটের রাধালীর খাল পুনঃখনন শুরু : উপকৃত হবেন ১০ হাজার কৃষক

কামরুজ্জামান মুকুল, বাগেরহাট বাগেরহাটের রামপালের রাধালীর খাল পুনঃখনন শুরু হয়েছে। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার...

সাতক্ষীরা-যশোর সড়কে পিকআপ ও পরিবহনের মুখোমুখি সংঘর্ষে আহত ৫

আব্দুল আলিম, সাতক্ষীরা সাতক্ষীরায় পিকআপ ও ঢাকাগামী একটি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে পাঁচ জন আহত...

শ্যামনগরে ৬০ কেজি হরিণের মাংস জব্দ

উৎপল মণ্ডল, শ্যামনগর সাতক্ষীরার শ্যামনগর থেকে চারটি বস্তায় ভর্তি ৬০ কেজি হরিণের মাংস উদ্ধার করেছে...