দেবহাটা প্রতিনিধি :
দেবহাটার রামনাথপুরে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলার রামনাথপুর গ্রামের মনোরঞ্জন কুমার ঘোষ থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রামনাথপুর মৌজায় ৪২ শতক জমিতে মনোরঞ্জনের পরিবারের বসতঘর, রান্নাঘর, গোয়াল, পুকুরসহ গাছপালা রয়েছে। ওই সম্পত্তি নিয়ে প্রতিপক্ষদের সাথে দ্বন্দ চলছে। এ বিষয়টি নিয়ে আদালতে একটি মামলা চলমান রয়েছে। মামলা নিস্পত্তি হওয়ার আগেই প্রতিপক্ষরা গত ১৭ অক্টোবর ওই জমি দখল করতে হামলা চালায়। মনোরঞ্জন কুমার জানান, তাদের ভোগদখলীয় জমি নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছে। এটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। আর মামলা চলমান থাকা অবস্থায় গত ১৭ অক্টোবর বিকেলে দেবীশহর এলাকার আলমগীর হোসেন (৩৫), একই এলাকার বাবু গাজী (৩২) ও বাদল গাজী (৩৫) জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে। আদালতে মামলা চলামান ওই জমিতে তারা গাছ লাগানোর চেষ্টা করলে তারা বাধা দেন। তখন তারা তার মা করুনা বালা (৬৫), স্ত্রী অনিমা রানী (৪০) ও ছোট ভাই সুকুমার ঘোষের স্ত্রী চন্দনা রানীকে (৩৫) মারধর করে। এতে তারা¡ আহত হন। তাদের হামলায় তার মায়ের অবস্থার অবনতি হওয়ায় প্রথমে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া। তার মায়ের শারীরিক অবস্থা কিছুটা স্বাভাবিক হলে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।