আন্ডার ডিসপ্লে ফেস আইডি প্রযুক্তি নিয়ে আসবে আইফোন ১৭ প্রো

0
11

বার্তাকক্ষ ,, পরবর্তী প্রজন্মের আইফোনের জন্য নতুন আন্ডার স্ক্রিন ফেস আইডি প্রযুক্তির উন্নয়নে কাজ করছে অ্যাপল। সম্প্রতি ইন্ডাস্ট্রি ইনসাইডার রস ইয়াং এ তথ্য জানিয়েছেন। তবে প্রযুক্তিগত সমস্যা থাকায়, ২০২৫ সালের আগে এ প্রযুক্তির ব্যাপক ও বাণিজ্যিক ব্যবহার হবে না বলেও জানা গেছে। প্রযুক্তিবিদদের ধারণা, আইফোন ১৭ প্রোতে এ প্রযুক্তি ব্যবহার করতে পারে কুপারটিনোর প্রযুক্তি জায়ান্টটি। সূত্রের তথ্যানুযায়ী, অ্যাপল প্রতিনিয়ত প্রযুক্তিগত উৎকর্ষের মাধ্যমে নচ ডিসপ্লের আকার কমাতে কাজ করছে। ১৪ প্রো সিরিজের ডিভাইসে নচের আকার অনেকটা ক্যাপসুলের মতো দেয়া হয়েছে। পরবর্তী উদ্যোগের অংশ হিসেবে পুরো ফেস আইডি সিস্টেম ডিসপ্লের নিচে নিয়ে যেতে কাজ চলছে। ফলে ডিসপ্লের ওপর শুধু ফ্রন্ট ক্যামেরা থাকবে। এ প্রযুক্তির উন্নয়নে ডিসপ্লের নিচে প্রজেক্টর, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ডিসটেন্স সেন্সর ও ফ্লাডলাইট সেন্সর থাকতে পারে। এর আগে জিটিই ডিসপ্লের নিচে ক্যামেরাসহ বেশকিছু সেলফোন বাজারজাত করেছে। গিজচায়না