বার্তাকক্ষ ,,সম্প্রতি বলিউড সুপারস্টার আমির খান জানান, কলামিস্ট ও ঔপন্যাসিক ‘শোভা দে’র বায়োপিকে অভিনেত্রী হিসেবে দীপিকা, প্রিয়াংকা কিংবা আলিয়া ভাট অভিনয় করলে ভালো হয়। পরবর্তীতে শোভা জানান, কঙ্গনার কথা এবং আমির খানও সেই কথায় সুর মেলান। এর বিপরীতে কঙ্গনা সোশ্যাল মিডিয়ায় লেখেন, বেচারা আমির খান। অনেক চেষ্টা করেছেন নিজেকে লুকিয়ে রাখার।