বার্তাকক্ষ
সহস্র দিন পর দেখা মিললো সেই আকাঙ্ক্ষিত সেঞ্চুরির, বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটের ৭১তম সেঞ্চুরি করলেন। তাও আবার ওপেনিংয়ে নেমে। তাহলে কি এখন থেকে টি-টোয়েন্টিতে ওপেনার হিসেবে দেখা যাবে কোহলিকে? এমন প্রশ্নে সন্তুষ্ট নয় ভারতের আরেক ওপেনার লোকেশ রাহুল। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সুপার ফোরে আফগানিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে ভারতের অধিনায়ক ছিলেন লোকেশ রাহুল। দলের ১০১ রানের জয়ের পর তাকেই আসতে হয় সংবাদ সম্মেলনে। এই ম্যাচে বিশ্রামে থাকা অধিনায়ক রোহিত শর্মার জায়গায় রাহুলের সঙ্গে ওপেনিং করেন কোহলি। ৬১ বলে নিজের ক্যারিয়ারের সর্বোচ্চ ১২২ রান করেন তিনি। ৪১ বলে ৬২ রান করা রাহুলের সঙ্গে ১১৯ রানের উদ্বোধনী জুটি ছিল তার।
ভারতের ওপেনিংয়ে নেমে বহুল প্রতীক্ষিত সেঞ্চুরি পাওয়ার পর এই পজিশনে কোহলিকে নিয়ে দারুণ সম্ভাবনা দেখা দিয়েছে। তাছাড়া আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েও ওপেনিংয়ে দেখা গেছে তাকে, যেই পজিশনে থেকেই করেছেন পাঁচ সেঞ্চুরির সবগুলো। এবার একমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরিও হলো ওপেনার হিসেবে। ওপেনিংয়ে কোহলির দারুণ ইনিংসের পর রাহুলকে প্রশ্ন করা হয়, তাহলে কি ওপেনার হিসেবেই টি-টোয়েন্টিতে দেখা যাবে ডানহাতি ব্যাটসম্যানকে? সাংবাদিকের এই প্রশ্নে খুশি হতে পারেননি রাহুল, ‘তাহলে কি আমি দলের বাইরে বসে থাকবো?’ রাহুলের মতে, কোহলির ছন্দ ফিরে পাওয়া দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তিনি তিন নম্বরেও ভালো ব্যাট করতে পারেন।
