Sunday, May 28, 2023
Homeআইন আদালতআ’লীগ নেতাকে খুঁটিতে বেঁধে নির্যাতন চট্টগ্রামে ছেলেসহ ইউপি চেয়ারম্যানের বিচার শুরু

আ’লীগ নেতাকে খুঁটিতে বেঁধে নির্যাতন চট্টগ্রামে ছেলেসহ ইউপি চেয়ারম্যানের বিচার শুরু

Published on

সাম্প্রতিক সংবাদ

ব্যাংক খাতে শৃঙ্খলা ফিরুক

অর্থনীতি ও উন্নয়নের অন্যতম চালিকাশক্তি ব্যাংকিং খাতে বিশৃঙ্খলার খবর পুরনো। চরম অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা...

বাংলাদেশের অভূতপূর্ব উন্নতিতে মুগ্ধ ওয়েইডং

বার্তাকক্ষ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সান ওয়েইডং বলেছেন, তিনি ১০ বছর পর বাংলাদেশ সফর...

এবার নতুন ‘ফাঁদ’ দুদকের

বার্তাকক্ষ ফাঁদ হচ্ছে হাতেনাতে দুর্নীতিবাজ ধরার একটি পদ্ধতি। দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনও (দুদক) বিভিন্ন...

বাড়ি আর কারাগারের মধ্যে পার্থক্য নেই: রিজভী

নিজস্ব প্রতিবেদক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, আমরা তো হাসিনার আমলে আছি।...

বার্তাকক্ষ
চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগ নেতাকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন ও হামলার মামলায় হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিমসহ (৫৪) ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২২ মে) সকালে চট্টগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক বেগম কামরুন নাহার রুমি এ আদেশ দেন।
অভিযোগ গঠন হওয়া অন্য আসামিরা হলেন- চেয়ারম্যান বিএম জসিমের ছেলে মুসফিক উদ্দিন ওয়াসী (২৪), রবিউল হোসেন ওরফে রবি (৩৮), সাবেক ইউপি সদস্য ইন্দ্রজিৎ চৌধুরী লিও (৪৫), মো. ইকবাল উদ্দিন ওরফে সাকিব (২৪), আবদুল হাকিম ওরফে হাকিম (২১), রিমন উদ্দিন চৌধুরী (৩২), মো. আয়ুব আলী ওরফে হিরু (৪০), টিটন শীল (৩৮), মো. রুবেল (৩৫). মো. সোহেল (৩৮), মো. করিম মোস্তফা (৪২), মো. আসিফ ওরফে বুবিনীর ছেলে (২১), আ ন ম আবদুল্লাহ ওরফে রানা (৩৪) এবং মো. রুবেল (৩৫)।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী। তিনি বলেন, পটিয়ায় আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে খুঁটির সঙ্গে বেঁধে মারধরের মামলায় স্থানীয় হাইদগাঁও ইউপি চেয়ারম্যানসহ ১৭ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। আদালত সেই অভিযোগপত্র গ্রহণ করেছেন। সোমবার মামলার ১৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। অভিযোগপত্রের অন্য দুই আসামির বয়স কম হওয়ায় তাদের বিচার শিশু আদালতে চলবে বলে জানান তিনি।
মামলার নথি সূত্রে জানা গেছে, ২০২২ সালের ২৯ এপ্রিল বিকেলে পটিয়া হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর করে রক্তাক্ত করা হয়। ওই ঘটনায় জিতেন কান্তি গুহের ভাই তাপস কান্তি গুহ বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেন। পরের দিন ৩০ এপ্রিল সকালে ইউপি চেয়ারম্যান বিএম জসিম ও তার ছেলে ওয়াসীকে গ্রেফতার করে পুলিশ।
জানা যায়, ওই বছরের ২৯ এপ্রিল হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে ইউপি চেয়ারম্যান বিএম জসিমকে দাওয়াত না দেওয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি জিতেন কান্তি গুহকে দাওয়াত দেওয়া নিয়ে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে জিতেন গুহকে বেদম মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। এ হামলার একটি ছবি তাৎক্ষণিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

বাংলাদেশের অভূতপূর্ব উন্নতিতে মুগ্ধ ওয়েইডং

বার্তাকক্ষ চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার সান ওয়েইডং বলেছেন, তিনি ১০ বছর পর বাংলাদেশ সফর...

এবার নতুন ‘ফাঁদ’ দুদকের

বার্তাকক্ষ ফাঁদ হচ্ছে হাতেনাতে দুর্নীতিবাজ ধরার একটি পদ্ধতি। দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনও (দুদক) বিভিন্ন...

বাড়ি আর কারাগারের মধ্যে পার্থক্য নেই: রিজভী

নিজস্ব প্রতিবেদক বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, আমরা তো হাসিনার আমলে আছি।...