প্রতিদিনের ডেস্ক
গাজার আল শিফা হাসপাতালের নিচে ফিলিস্তিনের সশস্ত্র প্রতিরোধী গোষ্ঠী হামাসের সুরক্ষিত সুড়ঙ্গের ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল সেনারা। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। ভিডিও প্রকাশ করে ইসরায়েল বলেছে, হামাসের এ সুড়ঙ্গটি ৫৫ মিটার লম্বা এবং ১০ মিটার গভীর। এ সুড়ঙ্গে আছে বিস্ফোরণরোধী দরজা।আল শিফা হাসপাতালের নিচে সুড়ঙ্গের যে ভিডিও প্রকাশ করলো ইসরায়েল ভিডিওতে উঠে এসেছে সুড়ঙ্গটি ৫৫ মিটার লম্বা এবং ১০ মিটার গভীর। কংক্রিটের ছাদ দেওয়া একটি রাস্তা দিয়ে যাওয়ার পর একটি দরজাও রয়েছে। তবে দরজার ওপাশের বর্ণনা দেয়া হয়নি। ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, হামাস এ ধরনের দরজা ব্যবহার করে ইসরায়েলি বাহিনীকে তাদের কমান্ড সেন্টারে ঢুকতে বাধা দেওয়ার জন্য। ইসরায়েলের সেনাবাহিনীর সামরিক মুখপাত্র বলছে, তাদের একজন সেনাকে ঐ সুড়ঙ্গে হত্যা করা হয়েছে। নোয়া মারসিয়ানো নামের ১৯ বছর বয়সী ওই সেনাকে আহত অবস্থায় আল শিফা হাসপাতালে নিলে তিনি মারা যান। তবে হামাসের দাবি বিমান হামলায় মারা গেছেন নোয়া মারসিয়ানো।ইসরায়েল বলছে, যে জায়গায় সুড়ঙ্গ পাওয়া গেছে সেটি হামাসের কমান্ড সেন্টার। তবে হামাস এ বিষয়ে প্রথম থেকে অস্বীকার করে আসছে।এদিকে ভিডিওতে দেখা যাচ্ছে যে, আল শিফা হাসপাতালে হামাসের হাতে জিম্মি দুইজনকে আনা হচ্ছে। উল্লেখ্য গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালানোর পর ২৪০ জনের বেশি ইসরায়েলি জিম্মি করে হামাস।
অন্যদিকে প্রকাশিত এই ভিডিও সম্পর্কে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তারা ভিডিওর সত্যতা সম্পর্কে নিশ্চিত না। গাজায় স্বাস্থ্য ব্যবস্থার যে অবনতি এর জন্যও ইসরায়েলকে দায়ী করছে মন্ত্রণালয়।এদিকে যুক্তরাষ্ট্র বলছে, তাদের কাছে তথ্য রয়েছে হামাস আল-শিফাসহ গাজার হাসপাতালগুলোকে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছে। আবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জিম্মিদের পরিবারের চাপে রয়েছেন।শনিবার নেতানিয়াহুর বাসভবন ঘেরাও করে বিক্ষোভ করে বিক্ষোভকারীরা।ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, গাজায় মৃতের সংখ্যা ১২ হাজার ৩শ’তে ছুঁয়েছে। ধ্বংসস্তূপের নিচে দুই হাজারের বেশি মানুষ চাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
আল শিফা হাসপাতালের নিচে সুড়ঙ্গের যে ভিডিও প্রকাশ করলো ইসরায়েল
Published on
