বার্তাকক্ষ ,,চলচ্চিত্র, ওটিটি দুই মাধ্যমেই নিজেকে প্রমাণ করছেন অভিনেত্রী তমা মির্জা। এবার আসছে এ অভিনেত্রীর নতুন ওয়েব ফিল্ম ‘ফ্রাইডে’। পরিচালনায় রায়হান রাফী। সম্প্রতি ওটিটি মাধ্যম বিঞ্জের ফেসবুক পেজে প্রকাশ পেয়েছে এর টিজার। ২৫ সেকেন্ডের ওই টিজার ইতিমধ্যেই সাড়া ফেলেছে দর্শকের মনে। রহস্যঘেরা টিজার প্রসঙ্গে তমা বলেন, এখনই কিছু বলবো না। আরও কিছুদিন পরে জানাবো।