বার্তাকক্ষ
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। সম্প্রতি নিজের কিছু ছবি পোস্ট করে ভক্তদের জানালেন হাতে চোট পেয়ে আহত হয়েছেন তিনি। চোট পাওয়া হাতটিকে ঠিকভাবে রাখার জন্য আপাতত আর্ম স্লিং পরে থাকতে হচ্ছে মিমিকে। শুধু তাই নয়, হাতের আঙ্গুলেও চোট পেয়েছেন তিনি। সেলাই পড়েছে সেখানে। মিমির এমন অসুস্থতায় সতীর্থ থেকে অনুরাগী মিমির দ্রুত আরোগ্য কামনা করেছেন সবাই।
