Tuesday, September 26, 2023
Homeরাজনীতিআ জ ম নাছির উপকারভোগী ৩ কোটি মানুষকে দলে টানতে পারলে বিজয়...

আ জ ম নাছির উপকারভোগী ৩ কোটি মানুষকে দলে টানতে পারলে বিজয় নিশ্চিত

Published on

সাম্প্রতিক সংবাদ

সংখ্যালঘু কমিশন এবার বাস্তবায়ন হোক

বিভিন্ন সময় দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, অবৈধভাবে ভূমি দখল ও সাম্প্রদায়িক সহিংসতার ঘটনার...

এমারেল্ড অয়েলের সঙ্গে যমুনা এডিবল অয়েলের চুক্তি

প্রতিদিনের ডেস্ক পুঁজিবাজারে খাদ্য ও আনুষঙ্গিক খাতে তালিকাভুক্ত কোম্পানি এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ...

শিল্পীর নিপুণ হাতের ছোঁয়ায় পূর্ণতা পাচ্ছে দূর্গাপূজার প্রতিমা

নিজস্ব প্রতিবেদক আর কয়েক দিন পর শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।...

‘কোনো কিছু না পাওয়ার চেয়ে কিছু পাওয়া ভালো’

প্রতিদিনের ডেস্ক ২০১০ সালে এশিয়ান গেমসে রৌপ্য পদক জিতেছিল বাংলাদেশ। এরপর ২০১৪ সালে আরও একবার...

বার্তাকক্ষ
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, আওয়ামী লীগ ১৫ বছর ধারাবাহিকভাবে ক্ষমতায় থেকে দেশের ৩ কোটি মানুষকে নানাভাবে সরাসরি আর্থিক সহায়তা ও প্রণোদনা দিয়েছে। এ ৩ কোটি উপকারভোগীর মধ্যে যারা চট্টগ্রাম নগরীর ৩টি এবং শহর সংলগ্ন ৩টি আসনসহ মোট ৬টি আসনে বসবাস করেন দলের সদস্যসহ তাদের যদি আমরা সমর্থন আদায় করতে পারি তাহলে আগামী নির্বাচনে এ ৬ আসনে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না।
শনিবার (২৪ জুন) সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আওতাধীন ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তার বক্তব্যে তিনি এ কথা বলেন। যমুনা স্কয়ার কমিউনিটি সেন্টারে এ সম্মেলনের আয়োজন করা হয়
এসময় সাবেক সিটি মেয়র নাছির বলেন, বিগত বছরগুলোতে বর্তমান সরকারের যে সাফল্য ও অর্জন, তার বৃত্তান্ত ভোটারদের কাছে এখন থেকেই তুলে ধরে তাদের মন জয় করে নিতে হবে।
৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী।ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাউন্সিলর আশরাফুল আলমের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও এবং চাঁন্দগাও থানা আওয়ামী লীগের সমন্বয়ক সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল। আরও বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের মো. মঞ্জুর হোসাইন, আনোয়ার হোসেন বাবুল, আবুল কালাম, ইউনিট আওয়ামী লীগের মো. সালাউদ্দিন, হাছান মুরাদ জকু, মো. আলমগীর।
সম্মেলনে সাংগঠনিক রিপোর্ট পেশ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, শোক প্রস্তাব পাঠ করেন অ্যাডভোকেট ধৃতিমান আইচ। এসময় অন্যদের মধ্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ নঈম উদ্দীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ শফিকুল ইসলাম ফারুক, সম্পাদকমণ্ডলীর সদস্য চন্দন ধর, মসিউর রহমান চৌধুরী, আহমেদুর রহমান সিদ্দিকী, হাজী মো. হোসেন, জোবাইরা নার্গিস খান, দিদারুল আলম চৌধুরী, হাজী আবু তাহের, নির্বাহী সদস্য বখতেয়ার উদ্দীন খান, মো. জাবেদ, হাজী বেলাল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে গোপন ব্যালটের মাধ্যমে মো. শামসুল আলম সভাপতি এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় আশরাফুল আলম সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত হন।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : শাহীন চাকলাদার এমপি

আবু হুরাইরা রাসেল, কেশবপুর যশোর-৬ কেশবপুর আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ...

বিএনপির পাল্টা কর্মসূচি ঘোষণা আ.লীগের

প্রতিদিনের ডেস্ক॥ সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে ১৯ সেপ্টেম্বর...

খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন

প্রতিদিনের ডেস্ক॥ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে আগের দুটি শর্তেই মুক্তির মেয়াদ আরও...