প্রতিদিনের ডেস্ক
বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দারুণ বোলিংয়ে করেছিলেন লঙ্কান পেসার লাহিরু কুমারা। ম্যাচসেরার পুরস্কারও জিতেছিলেন তিনি। কিন্তু টুর্নামেন্টের মাঝপথে শ্রীলঙ্কাকে আবারও চোট ধাক্কা খেতে হলো। অনুশীলনে ঊঁরুতে চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন কুমারা। তার জায়গায় মূল স্কোয়াডে ঢুকেছেন দুশমন্থ চামিরা। লঙ্কান এই পেসার টুর্নামেন্ট শুরুর পর তৃতীয় বদলি খেলোয়াড় হিসেবে ঢুকেছেন। সোমবার পুনেতে লঙ্কানদের প্রতিপক্ষ আফগানিস্তান। অথচ লঙ্কানদের মূল বোলারদের একজন চামিরা ফিটনেস ইস্যুতে বিশ্বকাপের স্কোয়াডে প্রথমে জায়গা-ই পাননি। মাংস পেশির চোটে ছিটকে গিয়েছিলেন বিশ্বকাপের বাছাইয়ের আগ দিয়ে। তার পর সুস্থ হয়ে ফিরলেও আগস্টে নতুন করে চোট পান লঙ্কা প্রিমিয়ার লিগে। তার পর বিশ্বকাপে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে অ্যাঞ্জেলো ম্যাথুজের সঙ্গে আসার সুযোগ পান ১৯ অক্টোবর। এখন তো মূল স্কোয়াডেই ঢুকে গেছেন। ম্যাথুজ দলে এসেছেন মাথিশা পাথিরানার বদলি হয়ে। আর চামিকা করুনারত্নে এসেছেন নিয়মিত অধিনায়ক দাসুন শানাকার জায়গায়। স্বাভাবিক সময়ে অটোমেটিক চয়েজ হিসেবে থাকতেন চামিরা। তার সঙ্গে কুমারাকেও পেতে চাইতো লঙ্কান টিম ম্যানেজমেন্ট। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেওয়ার কারণে তার সার্ভিস ভীষণ গুরুত্বপূর্ণ ছিল। এই অবস্থায় ৫ ম্যাচে দুই জয় পাওয়া লঙ্কান শিবিরে কুমারার চোট দুঃসংবাদই।
