বার্তাকক্ষ
ইউক্রেনীয় পাইলটদের মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান পরিচালনার প্রশিক্ষণ পোল্যান্ডে শুরু হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান জোসেপ বোরেলকে উদ্ধৃত করে মঙ্গলবার ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর প্রতিরক্ষামন্ত্রীদের এক বৈঠকে বোরেল বলেছেন, শেষ পর্যন্ত এফ-১৬ চালনার প্রশিক্ষণ বেশ কয়েকটি দেশে শুরু হয়েছে। এতে সময় লাগবে। কিন্তু যত দ্রুত শুরু হবে তত ভালো। যেমন: পোল্যান্ড। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউরোপীয় কূটনীতিকও পোল্যান্ডে প্রশিক্ষণ শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। এই বিষয়ে পোলিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণে সহযোগিতায় সম্মতি দেওয়ার পর এই বিষয়টি জানানো হলো। রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে যুদ্ধে জয়ী হওয়ার জন্য যুদ্ধবিমান চেয়ে আসছে ইউক্রেন। ইউক্রেনের কট্টর সমর্থক ও প্রতিবেশী দেশ পোল্যান্ড কয়েক মাস ধরে বলে আসছিল তারা ইউক্রেনীয় পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমানের প্রশিক্ষণ দিতে প্রস্তুত। ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ ও কিয়েভে অস্ত্র সরবরাহে পোলিশ ভূখণ্ড গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত হয়েছে।ব্রাসেলসে নেদারল্যান্ডসের প্রতিরক্ষামন্ত্রী কাজসা ওল্লোনগ্রিন বলেছেন, কিয়েভকে পশ্চিমা যুদ্ধবিমান সরবরাহের লক্ষ্যে প্রশিক্ষণ হলো প্রথম পদক্ষেপ।
সূত্র: দ্য গার্ডিয়ান
