প্রতিদিনের কথা
আকস্মিক সফরে ইউক্রেন গেছেন যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন। কিয়েভে পৌঁছে দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন তিনি। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী পদে নিয়োগ পাওয়ার পর ইউক্রেনে এটিই তার প্রথম রাষ্ট্রীয় সফর। বৃহস্পতিবার (১৬) এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। এই সফররের মাধ্যমে ইউক্রেন-রাশিয়া যুদ্ধে ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন ক্যামেরন। সাক্ষাতে দেশটির সঙ্গে যুক্তরাজ্যের ‘নৈতিক, কূটনৈতিক, অর্থনৈতিকসহ সর্বোপরি সামরিক সমর্থন’ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন ক্যামেরন। দেশটির অব্যাহত সমর্থনের জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন জেলেনস্কি। এসময় যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর পদে দায়িত্ব গ্রহণের জন্য ক্যামেরনকে অভিনন্দন জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। একইসঙ্গে নতুন পদে দায়িত্বপ্রাপ্ত হয়েই কিয়েভে রাষ্ট্রীয় সফরের জন্যও তাকে ধন্যবাদ জানান। মধ্যপ্রাচ্যে চলমান গাজা সংকটের মধ্যে ক্যামেরুনের এই সফরের গুরুত্ব উল্লেখ করে জেলেনস্কি বলেন, ‘সফরটি খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই সময়ে, যখন বিশ্ব শুধু ইউক্রেনের যুদ্ধের দিকেই তাকিয়ে থাকছে না।’
জেলেনস্কি আরও বলেন, ‘ইউক্রেনের প্রতি যুক্তরাজ্যের অটল সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। যুক্তরাজ্যে ইউক্রেনের আশ্রয়প্রার্থীদের সাদরে গ্রহণের জন্যও আমরা কৃতজ্ঞ। এবং ইউক্রেন সফরে আপনি আসায় আমরা অনেক খুশি হয়েছি।’ এসময় ক্যামেরন বলেন, ‘বরিস জনসনের সঙ্গে আমার কিছু মতানৈক্য থাকলেও, আমরা একে অপরকে ৪০ বছর ধরে চিনি। তবে আপনার প্রতি তার সমর্থন তিনি এবং তার সরকারের করা সবচেয়ে ভাল কাজ।’
