ইউক্রেনে নতুন রুশ আক্রমণ মন্থর হয়ে গেছে: আইএসডব্লিউ

0
7

বার্তাকক্ষ ,,ইউক্রেনে রাশিয়ার নতুন আক্রমণ ইতোমধ্যে মন্থর হয়ে গেছে বলে প্রতীয়মান হচ্ছে। মার্কিন থিংক ট্যাংক ইন্সটিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার (আইএসডব্লিউ)-এর এর পর্যালোচনায় এমনটি দাবি করা হয়েছে। বুধবার যুদ্ধ নিয়ে দৈনন্দিন পর্যালোচনায় সংস্থাটি এই দাবি করেছে। মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে।আইএসডব্লিউ বলছে, আগের সপ্তাহের তুলনায় ইউক্রেনে রুশ আক্রমণের গতি হ্রাস পেয়েছে।
ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উপদেষ্টা নিউজউইককে ফেব্রুয়ারিতে বলেছিলেন, রাশিয়া একটি নতুন আক্রমণ শুরু করে দিয়েছে এবং ইউক্রেন পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে।আইএসডব্লিউ বলছে, এক মাসে নতুন আক্রমণে ইউক্রেনের ভূখণ্ড খুব বেশি দখল করতে পারেনি রাশিয়া।
বুধবার থিংক ট্যাংকটি বুধবার উল্লেখ করেছে, ইউক্রেনিয়ান জয়েন্ট প্রেস সেন্টার অব দ্য টাব্রিস্ক ডিফেন্স ফোর্সের এক মুখপাত্র কর্নেল ওলেক্সি দিমিত্রাশ্কিভস্কি বলেছেন, গত সপ্তাহজুড়ে রাশিয়ার আক্রমণ কর্মকাণ্ড উল্লেখযোগ্য হ্রাস পেয়েছে। দিনে রাশিয়ার আক্রমণের সংখ্যা ৯০ থেকে ১০০টি কমে হয়েছে ২০ থেকে ২৯টি।
তিনি দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী আক্রমণের সফলতার সম্ভাবনা হারিয়ে ফেলেছে সেনা ও সরঞ্জাম হারানোর কারণে।
আইএসডব্লিউ বলছে, ইউক্রেনীয় কর্নেলের বক্তব্য তাদের সাধারণ পর্যালোচনার সঙ্গে সঙ্গতিপূর্ণ।গত সপ্তাহে রুশ সেনারা লুহানস্ক রণক্ষেত্র খুব সামান্য অগ্রগতি অর্জন করেছে এবং ইউক্রেনীয় সেনারা পাল্টা আক্রমণে ভূখণ্ড পুনরুদ্ধারে সক্ষম হয়েছে বলে উল্লেখ করেছে আইএসডব্লিউ।
সব মিলিয়ে আইএসডব্লিউ-এর পর্যালোচনায় বলা হয়েছে, নতুন আক্রমণ শুরু করলেও রাশিয়া এখন পর্যন্ত উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারেনি।