ইউনিয়ন পরিষদ নির্বাচন জীবননগরে দুই প্রার্থীর কর্মীদের মারামারি, আহত ৬

0
10

জীবননগর সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী (স্বতন্ত্র) ও নৌকা প্রার্থীর কর্মীদের মধ্যে মারামারি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে ধারাল অস্ত্রের আঘাতে আহত একজনসহ ৬ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১০ মার্চ) রাত ১০টার দিকে উথলী ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোল্লাপাড়ায় এ ঘটনা ঘটে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক উভয়পক্ষের মারামারির ঘটনাটি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন। ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারিতে নৌকা প্রতীকের আহত কর্মীরা হলেন- দর্শনার পরানপুর গ্রামের মহিদুল ইসলামের ছেলে সোহান (২৬), উথলীর মোল্লাপাড়ার রিপন (৩৫) ও একই এলাকার আশকার আলী। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থীর আহত কর্মীরা হলেন- উথলী মোল্লাপাড়া এলাকার আরজ আলীর ছেলে আকাশ হোসেন (১৮), একই গ্রামের আসাদুল ইসলামের ছেলে জাহাঙ্গীর আলম (১৯), আলতাফ হোসেনের ছেলে ইবাদুল হক (৩০)। এর মধ্যে আকাশ ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন। আহত আকাশ ও সোহান চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও বাকিরা স্থানীয় স্বাস্থ্যসেবা কেন্দ্রে চিকিৎসা নিয়েছেন। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান ঢাকা পোস্টকে বলেন, রাতে আমার কর্মী রিপন ও তার এক আত্মীয় সোহানসহ কয়েজনকে সঙ্গে করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এসময় হঠাৎ বিদ্রোহী প্রার্থীর কর্মীরা রিপনকে গালিগালাজ করে। এসময় তার আত্মীয় সোহান প্রতিবাদ করলে তাকে রড দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আমার তিনজন কর্মী আহত হয়। এ ঘটনায় রিপন বাদি হয়ে জীবননগর থানায় একটি মামলা দায়ের করেছেন।অন্যদিকে ‘বিদ্রোহী’ প্রার্থী (স্বতন্ত্র) আনারস প্রতীকের আবজালুল রহমান (ধীরু) বলেন, এখন ব্যস্ত আছি পরে জানাবো। পরে যোগাযোগের চেষ্টা করা হলে তার নাম্বার বন্ধ পাওয়া যায়। তবে তার তিন কর্মী আহত হয়েছেন বলে স্থানীয় একাধিক সুত্র নিশ্চিত করেছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আহত আকাশের ডান হাতের তিনটা আঙুল ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি শঙ্কামুক্ত কিনা এখনই বলা যাচ্ছে না। এছাড়াও সোহানের মাথায় আঘাতের চিহ্ন আছে। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক ঢাকা পোস্টকে বলেন, ‘বিদ্রোহী’ প্রার্থী (স্বতন্ত্র) ও নৌকা প্রার্থীর সমর্থকদের মধ্যে মারমারির ঘটনা ঘটেছে। এতে বিদ্রোহী প্রার্থীর এক কর্মীকে কুপিয়ে ও নৌকা প্রার্থীর এক কর্মীকে পিটিয়ে জখমের ঘটনা ঘটেছে জেনেছি। পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ ঘটনায় উভয়পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।