Saturday, September 23, 2023
Homeঅর্থনীতিইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাকের চাহিদা বাড়ছে

ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাকের চাহিদা বাড়ছে

Published on

সাম্প্রতিক সংবাদ

উদ্যোগ নেয়া হোক কার্যকরী

বাংলাদেশ এখনো রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধানের আশা রাখছে। রোহিঙ্গাদের দীর্ঘদিন বহন করার মতো...

নির্বাচন বাধাগ্রস্তকারী বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র

প্রতিদিনের ডেস্ক ধারণা করা হচ্ছিল, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করবে যুক্তরাষ্ট্র। কিন্তু...

ধানক্ষেতে পোকার আক্রমণ: যা বিষেও মরছে না, দিশেহারা কৃষক

কুষ্টিয়া প্রতিনিধি আমন ধান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কৃষকরা। তবে এবার...

চৌগাছায় ঝুঁকিপূর্ণ অবস্থায় দ্বিতল ভবন, দূর্ঘটনার আশংকা

চৌগাছা সংবাদদাতা যশোরের চৌগাছা বাজারে জরাজীর্ণ একটি দ্বিতল ভবন চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। পৌর কর্তৃপক্ষ...

বার্তাকক্ষ
দিন যতই যাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি পোশাকের বাজার সম্প্রসারণ হচ্ছে। এর ধারাবাহিকতায় ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের পোশাকের চাহিদা বাড়ছে। ২০২২ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অতীতের চেয়ে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নের পোশাক আমদানি বেড়েছে।
চলতি বছরের জানুয়ারি-জুলাই পর্যন্ত সময়ে ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ‘ইউরোস্ট্যাট’ ইইউ’র এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।
তথ্যমতে, চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়ন ১ হাজার ১৩৫ কোটি ৫৪ লাখ মার্কিন ডলারের পোশাক আমদানি করেছে। আগের বছর একই সময়ে ইইউ ৯১৭ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের পোশাক আমদানি করেছিল। বছরের ব্যবধানে পোশাক আমদানি বেড়েছে ৩৯৮ কোটি ৩ লাখ মার্কিন ডলার বা ৪৩.৩৮ শতাংশ।
আলোচ্য সময়ে ইইউর বৈশ্বিক পোশাক আমদানি ২৪.৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের জানুয়ারি-জুলাই সময়ে ইউরোপীয় ইউনিয়ন পুরো বিশ্ব থেকে পোশাক আমদানি করেছে ৫ হাজার ৬৩৩ কোটি ২০ লাখ মার্কিন ডলারের। এরমধ্যে বাংলাদেশ থেকে আমদানি করেছে ১ হাজার ১৩৫ কোটি ৫৪ লাখ মার্কিন ডলারের পোশাক।আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের গত জুলাইয়ে বিশ্ব থেকে ইইউ’র আমদানি প্রবৃদ্ধি ২২.৭ শতাংশ এবং বাংলাদেশ থেকে ইইউ’র আমদানি প্রবৃদ্ধি ছিল ৩৬.৯ শতাংশ।
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সময়ে ইউরোপীয় ইউনিয়ন চীন থেকে আমদানি ২৩.৫২ শতাংশ প্রবৃদ্ধিসহ ১ হাজার ৪৯৩ কোটি ৫৩ লাখ মার্কিন ডলারে পৌঁছেছে। উল্লেখযোগ্য অন্যান্য প্রবৃদ্ধির দেশগুলোর মধ্যে- কম্বোডিয়া ৪১.৫০ শতাংশ, পাকিস্তান ২৮.০৫ শতাংশ, ইন্দোনেশিয়া ৩০.৮৬ শতাংশ, ভিয়েতনাম ২২.৭৮ শতাংশ এবং মরক্কো ১৬.৬৭ শতাংশ।
বাংলাদেশ পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, এখন অবধি ইইউ’র আমদানি চিত্রতে একটি লক্ষণীয় প্রবৃদ্ধির ধারা প্রতীয়মান। যা স্পষ্টতই কোভিডের পরে বর্ধিত চাহিদা এবং কাঁচামালের মূল্য বৃদ্ধির ফলে ইউনিট প্রতি মূল্য বেড়ে যাওয়ার কারণে ঘটেছে। সম্প্রতি সময়ে ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে, খুচরা বিক্রেতারা ক্রমবর্ধমান মূল্যস্ফীতির বিশ্ববাজারের সাথে খাপ খাইয়ে নিতে সংগ্রাম করছে। অনেক ইউরোপীয় ব্র্যান্ডের খুচরা বিক্রয় উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়েছে, যা তাদের ইনেভেন্টরি স্টক বাড়িয়েছে। বৈশ্বিক অর্থনীতিতে চ্যালেঞ্জের প্রেক্ষিতে, ইইউ’র আমদানি বছরের শেষ প্রান্তিকে কমতে পারে বলে মনে করছেন তিনি।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

২০৩৭ সালে ২০তম অর্থনৈতিক শক্তি হবে বাংলাদেশ: কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সেমিনারে প্রধানমন্ত্রী

প্রতিদিনের ডেস্ক উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেলে পরিণত হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ...

ভারত থেকে আরও ৬ কোটি ডিম আমদানির অনুমতি

প্রতিদিনের ডেস্ক ডিমের বাজার স্থিতিশীল করতে ভারত থেকে আরও ছয় কোটি ডিম আমদানির অনুমোদন দিয়েছে...

ভারতে ইলিশ পাঠানো শুরু, প্রথম চালানে গেল ১৯ টন

প্রতিদিনের ডেস্ক বরিশাল: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল থেকে...