বার্তাকক্ষ
আজ বিশ্বজুড়ে বেশকিছুক্ষণ অচল ছিল সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। সোমবার (২২ মে) ভোরে ইনস্টাগ্রাম চালাতে গিয়ে অসুবিধায় পড়েন ব্যবহারকারীরা। বার্তাসংস্থা রয়টার্স জানায়, বিভ্রাটের শিকার হয়েছেন কয়েক লাখ ব্যবহারকারী।ডাউনডিটেক্টর জানিয়েছে, বিষয়টি নিয়ে প্রায় দুই লাখের বেশি মানুষ তাদের কাছে রিপোর্ট করেছেন। দুই ঘণ্টা বিভ্রাটের পর আবার স্বাভাবিক রয়েছে ইনস্টাগ্রাম।
ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটার এক মুখপাত্র জানিয়েছেন, কারিগরি সমস্যার কারণে কিছু ব্যবহারকারী তাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টগুলো অ্যাক্সেস করতে পারছিলেন না। তবে অল্প সময়ের মধ্যেই বিষয়টি সমাধান করা হয়েছে।
