ইবি সংবাদদাতা
কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। সোমবার (১৩ মার্চ) রাত ৩টার দিকে শৈলকুপা থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ মামলা করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বাদী হয়ে মামলা করেছেন। এতে দুজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। সন্দেহভাজন একজনকে গ্রেফতার করা হয়েছে। তার নাম ঝন্টু ওরফে জাহাঙ্গীর হোসেন। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শাহাদৎ হোসেন বলেন, ‘দুই শিক্ষার্থীকে মারধরের ঘটনার পর রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে মামলা করার সিদ্ধান্ত নেওয়া হয়। ঘটনাটি শৈলকুপা থানার আওতাধীন হওয়ায় রাতে রেজিস্ট্রার ওই থানায় মামলা করেন।’ তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় গেটগুলোয় পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে স্থানীয়রা মারধর করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার প্রতিবাদে সন্ধ্যা সোয়া ৬টা থেকে পৌনে ১০টা পর্যন্ত কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা।