বার্তাকক্ষ
সম্প্রতি আইফোন ১৪ উন্মোচন করেছে অ্যাপল। এ সিরিজের ডিভাইসে জরুরি মুহূর্তে কিংবা প্রত্যন্ত অঞ্চল থেকে স্যাটেলাইট কানেক্টিভিটির মাধ্যমে মেসেজ পাঠানোর ফিচার রয়েছে। ফিচারটি ব্যবহারে স্টারলিংকের স্যাটেলাইট ব্যবহারে অ্যাপলের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ইলোন মাস্ক। খবর রয়টার্স।
এক টুইট বার্তায় মাস্ক বলেন, স্টারলিংকের সংযোগের বিষয়ে অ্যাপলের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বলেন, ফোনের সফটওয়্যার ও হার্ডওয়্যারে মহাকাশভিত্তিক সিগন্যাল ও স্টারলিংকের সেল টাওয়ার ব্যবহার করলে স্যাটেলাইট কানেক্টিভিটির ক্ষেত্রে এটি আরো সুবিধাজনক হবে।
সম্প্রতি আয়োজিত ইভেন্টে আইফোন ১৪ উন্মোচনের সময় অ্যাপল জানিয়েছিল, জরুরি মুহূর্তে বা প্রত্যন্ত অঞ্চল থেকে মেসেজ পাঠানোর ফিচার কার্যকরে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি গ্লোবালস্টারের কিছু স্যাটেলাইট নির্বাচন করেছে। প্রযুক্তি জায়ান্টটি আরো জানায়, পরিষেবাটির উন্নয়নে অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং ফান্ড থেকে ৪৫ কোটি ডলার আলাদাভাবে বরাদ্দ দেয়া আছে। বর্তমানে শুধু যুক্তরাষ্ট্র ও কানাডায় এটি রয়েছে।
ইমার্জেন্সি মেসেজিং ফিচার স্টারলিংকের সঙ্গে অ্যাপলের ফলপ্রসূ আলোচনা হয়েছে
Published on
