বার্তাকক্ষ ,,বাংলাদেশ দলের অন্যতম সেরা খেলোয়াড় শামসুন্নাহার। সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে সেরা খেলোয়াড় হয়েছেন। একটি হ্যাটট্রিকসহ গোল করেছিলেন ৫টি। এবার এএফসি অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বেও তার অধিনায়কত্ব করার কথা ছিল। কিন্তু অনুশীলনে লিগামেন্টে আঘাত পেয়ে প্রথম ম্যাচ খেলতেই পারেননি এই ফরোয়ার্ড। আগামীকাল রবিবার গ্রুপের শেষ ম্যাচে ইরানের বিপক্ষেও শামসুন্নাহারের মাঠে নামার সম্ভাবনা কম। থাকতে হতে পারে সাইডলাইনে!
এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি শামসুন্নাহার। তার অভাব দলে বেশ ভালোভাবে অনুভূত হচ্ছে। বিশেষ করে প্রতিপক্ষের রক্ষণে যেভাবে চড়াও হয়ে খেলে থাকেন, তা সবার দৃষ্টি কেড়েছে। তুর্কমেনিস্তানের বিপক্ষে শামসুন্নাহার একাদশে থাকলে হয়তো গোল ব্যবধান আরও বাড়তে পারতো।
বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটনও নিয়মিত অধিনায়কের অভাব অনুভব করছেন। তিনি বলেছেন, ‘শামসুন্নাহার যদি ওর পজিশনে খেলতে পারতো তাহলে প্রথম ম্যাচে আরও গোল বাড়তে পারতো আমাদের। ইরানের বিপক্ষেও ওকে না পাওয়ার সম্ভাবনা বেশি। ওর জায়গায় আইরিন খাতুন খেলতে পারে।’