বার্তাকক্ষ
বলিউডের চেনা মুখ তিনি। অভিনয় করেছেন ‘বরফি’, ‘রুস্তম’, ‘রেড’-এর মতো ছবিতে। রণবীর কপুর, অক্ষয় কুমার, অজয় দেবগানের মতো তাবড় অভিনেতাদের পাশে তার কাজ নজর কেড়েছে দর্শকদের। সেই ইলিয়ানা ডি’ক্রুজের জীবনে নতুন অধ্যায়ের সূচনা। তবে, এ বার নতুন কোনো ছবির ঘোষণা নয়, নিজের ব্যক্তিগত জীবনে নতুন সংযোজনের কথা জানালেন অভিনেত্রী। সমাজমাধ্যমে ভাগ করে নিলেন সেই আনন্দের খবর। মা হচ্ছেন তিনি, সমাজমাধ্যমে একটি পোস্ট করে জানালেন বলিউড অভিনেত্রী। সদ্যোজাত শিশুর জামায় লেখা- অ্যান্ড সো দ্য অ্যাডভেঞ্চার বিগিন্স। অর্থাৎ নতুন এক রোমাঞ্চের সূচনা। অন্য একটি ছবিতে ইলিয়ানার গলার হারে লেখা ‘মাম্মা’, অর্থাৎ মা।
এই দু’টি ছবি সমাজমাধ্যমের পাতায় পোস্ট করেছেন ইলিয়ানা। তার এই পোস্ট থেকেই স্পষ্ট, সন্তানসম্ভবা তিনি। ইনস্টাগ্রামের মাধ্যমে সেই খুশির খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। ছবির বিবরণে ইলিয়ানা লিখেছেন, তোমাকে দেখার অপেক্ষা রয়েছি। সন্তানের আগমন নিয়ে যে খুব উৎসাহী তিনি, তা বোঝা গেল তার এই পোস্ট থেকেই। তবে, সন্তানের বাবার পরিচয় গোপনই রেখেছেন ইলিয়ানা। সমাজমাধ্যমে অবশ্য তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। ইলিয়ানার পোস্টেই অনেকের মন্তব্য, সন্তানের বাবা কে? সেটা তো জানালেন না! অনেকে আবার অভিনেত্রীকে আরও কিছু তথ্য ভাগ করে নেয়ার জন্যও আবেদন জানিয়েছেন। যদিও এখনো সন্তানের বিষয়ে আর কোনো তথ্য ফাঁস করেননি ইলিয়ানা। সম্প্রতি ক্যাটরিনা কইফের ভাই সেবাস্তিয়ান লরেন্ট মিচেলের সঙ্গে নাম জড়ায় তার। একসঙ্গে ছুটি কাটাতেও দেখা গিয়েছে চর্চিত যুগলকে। তবে কি ইলিয়ানার সন্তানের বাবা ক্যাটরিনার ভাই সেবাস্তিয়ানই? কৌতূহলী নেটাগরিকরা।
