প্রতিদিনের ডেস্ক
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের ভয়াবহ বিমান হামলায় নিহতের সংখ্যা ৯ হাজার ২০০ জন ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে প্রায় চার হাজার শিশু রয়েছে। এদিকে উপত্যকার গাজা সিটি সম্পূর্ণভাবে ঘেরাও করে ফেলেছে ইসরাইলি স্থল বাহিনী।খবর ওয়েফার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার জানিয়েছে, গত ২৮ দিনের ইসরাইলি বোমাবর্ষণে ৩,৮২৬ শিশু ও ২,৪০৫ নারীসহ মোট ৯,২৫০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া, আরো ২,১০০ ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন যাদের প্রায় সবাই ইসরাইলি হামলায় বিধ্বস্ত ভবনগুলোর ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে রয়েছেন বলে ধারনা করা হচ্ছে। তাদের কারো কারো জীবিত থাকার আশা থাকলেও বেশিরভাগেরই মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া নিরবচ্ছিন্ন এই বিমান হামলায় আহত হয়েছেন অন্তত ২৩,০০০ ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার উত্তর গাজা থেকে প্রাণভয়ে দক্ষিণ গাজায় পালিয়ে যাওয়ার সময় ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এর আগে ইসরাইলি বাহিনী যে সড়কটি ধরে উত্তর গাজা থেকে নিরাপদে দক্ষিণ গাজায় চলে যাওয়ার নির্দেশ দিয়েছিল সেই সালাহউদ্দিন সড়কে শুক্রবারের পাশবিক হামলাটি চালানো হয়। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় হাসপাতালে এসে আহত রোগীদের জন্য রক্ত দিতে সুস্থ গাজাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে। এছাড়া, উপত্যকার বাইরে থেকে গাজায় রক্ত পাঠাতে আন্তর্জাতিক রেড ক্রসের প্রতিও আহ্বান জানিয়েছেন গাজার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
