প্রতিদিনের ডেস্ক
গাজা উপত্যকার একটি হাসপাতালে ইসরায়েলের বর্বর হামলার মধ্যেই বুধবার তেলআবিব সফরে গেলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। কঠোর নিরাপত্তার মধ্যে তাকে বিমানবন্দরে স্বাগত জানান ইসরাইলের কর্মকর্তারা। খবর বিবিসির। এরপর তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন বাইডেন। এসময় নেতানিয়াহু মঙ্গলবার রাতে গাজার হাসপাতালে হামলার দায় ফিলিস্তিনি জিহাদি আন্দোলনের যোদ্ধাদের ওপর চাপিয়ে দেন। তিনি বাইডেনকে বলেন, জিহাদি আন্দোলনেরে ছোড়া একটি রকেট গিয়ে হাসপাতালটিতে আঘাত করলে ওই হতাহতের ঘটনা ঘটে। গাজার ওই হাসপাতালে ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বোমা হামলার পর— যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, বুধবার জর্ডানে বাইডেন ও আব্বাসের বৈঠকটি হওয়ার কথা ছিল। কিন্তু আল-আহলি নামক হাসপাতালে ইসরায়েলি বাহিনীর বোমা হামলার পর বৈঠকটি বাতিল করে দিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট। বুধবার বাইডেনের সঙ্গে ওই বৈঠকে জর্ডানের রাজা আব্দুল্লাহ-২ এবং মিসরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ এল-সিসিরও যোগ দেয়ার কথা ছিল। বৈঠকটিতে হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ নিয়ে আলোচনার কথা ছিল।জর্ডানও বাইডেনের সঙ্গে বৈঠক বাতিল করেছে।
