বার্তাকক্ষ
চালুর নয় মাস পর ই-কমার্স অ্যাপ ডউয়িন বক্সের সাপোর্ট বন্ধ করে দিল টিকটকের মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্স। চীনের ধীরগতির অর্থনীতি ও নিয়ন্ত্রকদের কঠোর নীতির পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটি তাদের ক্ষতির মুখে থাকা ব্যবসাগুলো বন্ধ করে দিচ্ছে। খবর টেকটাইমস।
সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্যানুযায়ী, ২০২১ সালের ডিসেম্বরে ডউয়িন চালু করে বাইটড্যান্স। সম্প্রতি প্রতিষ্ঠান প্লাটফর্মটিকে আর আপডেট না করার সিদ্ধান্ত গ্রহণ করে। পাশাপাশি এ অ্যাপের উন্নয়নে যারা কর্মরত ছিলেন তাদের প্রতিষ্ঠানের অন্যান্য কার্যক্রমে অভ্যন্তরীণভাবে স্থানান্তরের সুযোগ দেয়া হবে। বন্ধ ঘোষণা করার আগে বাইটড্যান্স প্রতি নয়দিন পরপর প্লাটফর্মটি আপডেট করত। টেকমেমের তথ্যানুযায়ী, ঘোষণার পরদিন পর্যন্ত অ্যাপটি ডাউনলোড করা যাচ্ছিল।
ডউয়িন বক্সে যে ইন্টারফেস দেয়া হয়েছে তা ডউয়িনের মতোই। এটি ভিডিও অ্যাপের একটি বাড়তি অংশ হিসেবে তৈরি করা হয়েছিল। যাতে ব্যবহারকারীরা ডউয়িনে পণ্যের প্রচার সম্পর্কিত ভিডিও ও স্ট্রিম দেখতে পারে। অধিকাংশ ভিডিওই মূলত তরুণ ক্রেতাদের আকৃষ্ট করার জন্য দেখানো হয়। অধিক ট্রাফিক ও ক্রেতাদের আকৃষ্ট করার জন্যই বাইটড্যান্স মূলত ডউয়িন বক্স চালু করেছিল বলে জানা গিয়েছে।ডউয়িনের নিজস্ব অনলাইন শপিং ফিচার রয়েছে, যেখানে ব্যবহারকারীরা পণ্য নির্বাচন করে অর্ডার দিতে পারে এবং পেমেন্ট সম্পন্ন করতে পারে। যে কারণে একই সুবিধাযুক্ত ডউয়িন বক্সের কোনো প্রয়োজনীয়তা নেই।
