বার্তাকক্ষ
‘বিলম্ব’ শব্দটা লেগেই থাকে বাফুফের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম মুর্শেদীর সঙ্গে। বাফুফে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠান এবং সংবাদ সম্মেলনে তার বিলম্বে আগমনের কাহিনী সবার জানা।
সেই ‘বিলম্ব’ এবার যোগ হলো সাফজয়ী নারী ফুটবলারদের পুরস্কার প্রদানের সঙ্গেও। গত বছর সেপ্টেম্বরে সাবিনা-কৃষ্ণারা সাফ জয়ের পর তাদের জন্য সালাম মুর্শেদী ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিলেন তার প্রতিষ্ঠান এনভয় গ্রুপের পক্ষ থেকে। দীর্ঘ ৬ মাস বিলম্ব করে সেই পুরস্কার বৃহস্পতিবার প্রদান করা হয়েছে নারী ফুটবলারদের।
মজার ব্যাপার হলো, পুরস্কার প্রদান অনুষ্ঠানেও তিনি উপস্থিত হয়েছিলেন নির্ধারিত সময়ের ১ ঘণ্টা ৪ মিনিট পর। অনুষ্ঠানস্থলে ঢুকেই যথারীতি ‘মিষ্টি হাসির সঙ্গে স্যরি’ বলে দেন দেশের সাবেক এই তারকা ফুটবলার।
বিলম্বে হলেও পুরস্কারের এই টাকার চেক হাতে পেয়ে খুশি সাবিনা-সানজিদারা। কারণ, ঈদের আগে এটা তাদের জন্য এনে দিয়েছে আনন্দ করার উপলক্ষ।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাফুফের নারী ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ, বাফুফের সদস্য জাকির হোসেন চৌধুরী, নারী দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন ও সাবিনা খাতুনসহ অন্য ফুটবলাররা উপস্থিত ছিলেন।
দলের ২৩ ফুটবলার ও প্রধান কোচকে দেয়া হয়েছে ১ লাখ ৬৬ হাজার টাকা করে। কোচিং স্টাফের বাকিদের এবং দলনেতাসহ অন্যদের দেওয়া হয়েছে ১ লাখ টাকা করে। এর মধ্যে দলনেতা জাকির হোসেন চৌধুরী তার এক লাখ টাকা ভাগ করে দিয়েছেন খেলোয়াড়দের মধ্যে।
পুরস্কার পেয়ে নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেছেন, ‘সকলে বলেছিল দেরি হচ্ছে দেরি হচ্ছে। বিলম্বে হলেও এখন ঈদের আগে টাকাটা পেলাম। আমরা খুব খুশি। সালাম মুর্শেদী স্যার এবং তার প্রতিষ্ঠানকে ধন্যবাদ।’
অনুষ্ঠানে আবদুস সালাম মুর্শেদীর ছেলে ও এনভয় গ্রুপের পরিচালক ইশমাম সালাম উপস্থিত ছিলেন।
