Thursday, June 1, 2023
Homeঅর্থনীতিঈদের আগে বাংলাদেশে কি সোনার দাম কমবে?

ঈদের আগে বাংলাদেশে কি সোনার দাম কমবে?

Published on

সাম্প্রতিক সংবাদ

নতুন আইফোনে অপরিবর্তিত থাকবে ক্যামেরা ও ডিসপ্লে

বার্তাকক্ষ আইফোন ১৫ প্রো ম্যাক্সের উন্মোচনকে ঘিরে ব্যাপক আগ্রহ জেগেছে অ্যাপলপ্রেমীদের মধ্যে। সম্প্রতি স্মার্টফোনবিষয়ক তথ্যদাতা...

সেলফ রিপেয়ার প্রোগ্রাম চালু করছে স্যামসাং

বার্তাকক্ষ সেলফ রিপেয়ারিং প্রোগ্রামের বিষয়ে বর্তমানে অনেকেই অবগত। বিশ্বের সব দেশে সেভাবে এটি চালু না...

সাড়ে ৪৩ কোটি ডলার বিনিয়োগ চায়না টেলিকমের

বার্তাকক্ষ কোয়ান্টাম ইনফরমেশন টেকনোলজি গ্রুপ প্রতিষ্ঠায় ৩০০ কোটি ইউয়ান বা ৪৩ কোটি ৪০ লাখ ডলার...

এমএসআইয়ের নতুন ল্যাপটপ স্টেলথ ১৬ মার্সিডিজ-এএমজি

বার্তাকক্ষ জার্মানির অন্যতম গাড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠান মার্সিডিজের সঙ্গে চুক্তি করেছে তাইওয়ানের প্রযুক্তি কোম্পানি মাইক্রো স্টার...

বার্তাকক্ষ
আন্তর্জাতিক বাজারে দরপতনের মধ্যে পড়েছে সোনা। চলতি সপ্তাহের প্রথম তিন কার্যদিবসেই দাম কমেছে। প্রতি আউন্স সোনার দাম নেমে গেছে দুই হাজার ডলারের নিচে। এ পরিস্থিতিতে ঈদের আগে দেশের বাজারে সোনার দাম কমবে কি না সেই প্রশ্ন উঠেছে।দেশের বাজারে সোনার দাম নির্ধারণের দায়িত্ব পালন করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। তারা বলছে, সোনার আন্তর্জাতিক বাজারের দাম নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি আন্তর্জাতিক বাজারে দাম খুব বেশি কমে যায়, তাহলে ঈদের আগেই দেশের বাজারে সোনার দাম কমানো হবে।
আন্তর্জাতিক বাজারে তথ্য পর্যালোচনায় দেখা যায়, চলতি সপ্তাহের আগে সোনার দামে বড় উত্থান হয়। প্রতি আউন্স সোনার দাম দুই হাজার ডলার ছাড়িয়ে ২ হাজার ৫০ ডলারের কাছাকাছি চলে আসে।
আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়ার প্রবণতার মধ্যে গত ১৬ এপ্রিল দেশের বাজারে সব ধরনের সোনার দাম বাড়ানো হয়। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেট প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ১৮৩ টাকা বাড়িয়ে ৯৮ হাজার ৪৪৪ টাকা করা হয়।
এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ২২৫ টাকা বাড়িয়ে করা হয় ৯৩ হাজার ৯৫৪ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৭৫০ টাকা বাড়িয়ে ৮০ হাজার ৫৪০ টাকা নির্ধারণ হয়। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৮৭৪ টাকা বাড়িয়ে ৬৭ হাজার ১২৬ টাকা করা হয়।
বর্তমানে দেশের বাজারে এ দামেই বিক্রি হচ্ছে সোনা। আর ক্রেতাদের সোনার গহনা কিনতে এই দামের সঙ্গে পাঁচ শতাংশ ভ্যাট এবং ভরিপ্রতি তিন হাজার ৪৯৯ টাকা মজুরি গুনতে হচ্ছে। ফলে এক ভরি সোনার গহনা কিনতে খরচ হচ্ছে লাখ টাকার ওপরে।
এদিকে দেশের বাজারে সোনার দাম বাড়ার পর চলতি সপ্তাহে এসে আন্তর্জাতিক বাজারে দাম কমতে দেখা যাচ্ছে। এ প্রতিবেদন লেখার সময় বৃহস্পতিবার (২০ এপ্রিল) দুপুর ৩টায় প্রতি আউন্স সোনার দাম দাঁড়িয়েছে এক হাজার ৯৯৬ টাকা।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশের বাজারে সোনার দাম কমানো হবে কি না জানতে চাইলে বাজুসের মূল্য পর্যবেক্ষণ সংক্রান্ত স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ বলেন, আমরা অন্তর্জাতিক বাজারের চিত্র পর্যবেক্ষণ করছি। যদি দেশের বাজারে সোনার দাম সমন্বয়ের প্রয়োজন হয়, অবশ্যই করা হবে।
তিনি বলেন, আমরা এখন তাৎক্ষণিকভাবে সোনার দাম সমন্বয়ের চেষ্টা করছি। আগে সময় নিয়ে দাম সমন্বয় করা হতো। এখন আন্তর্জাতিক বাজার এবং স্থানীয় বাজারের পাকা সোনার দাম পর্যবেক্ষণ করে দ্রুত সমন্বয় করা হচ্ছে। যদি ঈদের আগে দাম বাড়ানো বা কমানোর প্রয়োজন হয় আমরা পদক্ষেপ নেবো।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

যেসব পণ্যের দাম বাড়তে-কমতে পারে

বার্তাকক্ষ রাজস্ব আয়ের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা অর্জনে আগামী বাজেটে করহার ব্যাপকভাবে বাড়ানো হচ্ছে। বিশেষ করে নিত্যব্যবহার্য...

ডলারের দাম আরও বাড়লো

বার্তাকক্ষ রেমিট্যান্স ও রফতানি আয়ে ডলারের দাম বাড়িয়ে পুনর্নির্ধারণ করা হয়েছে। এখন থেকে বৈধ পথে...

অর্থনীতিকে প্রাণবন্ত রাখার সর্বাত্মক চেষ্টা করছি: প্রধানমন্ত্রী

বার্তাকক্ষ করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক মন্দার মধ্যেও সরকার দেশের অর্থনীতিকে প্রাণবন্ত...