বার্তাকক্ষ
আর ক’দিন বাদেই কোরবানির ঈদ। এ উৎসবকে আনন্দঘন করতে ছোট পর্দার আয়োজনের শেষ নেই। সেই ধারাবাহিকতায় এবার এক ডজন নাটক নিয়ে হাজির হচ্ছেন বর্তমান সময়ের নাটকের নিয়মিত মুখ যাহের আলভী। বর্তমানে তিনি আসন্ন ঈদের নাটকের শুটিংয়েই ব্যস্ত। নাটকগুলো প্রসঙ্গে যাহের আলভী বলেন, আগে আমার অনেক নাটক যেকোনো উৎসবে প্রচার হতো। এখন নাটকের গল্প দেখে কাজের সিদ্ধান্ত নিচ্ছি। তাই কাজের সংখ্যাও কমে গেছে। কাজ কম হলেও আমার কষ্ট নেই। কারণ যে কাজগুলো করছি সেগুলোর গল্প অসাধারণ। দর্শক আমাকে ভিন্নভাবে ভিন্ন গল্পে পাচ্ছে।
ঈদের কাজগুলো নিয়ে গঠনমূলক সমালোচনা করার অনুরোধ করে যাহের আলভী আরও বলেন, আমি বরাবর গঠনমূলক সমালোচনা পছন্দ করি।
