বার্তাকক্ষ
প্রতিবারের মতো পবিত্র ঈদুল আজহায় চ্যানেল আই তার পর্দা সাজিয়েছে ৮ দিনব্যাপী অনুষ্ঠানমালায়। এসব অনুষ্ঠানের মধ্যে চ্যানেলটি ৭ দিনব্যাপী দেখাবে ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ৭টি চলচ্চিত্র। এ চলচ্চিত্রগুলো দেখানো হবে প্রতিদিন সকাল ১০.১৫ মিনিটে। এরমধ্যে ঈদের দিন দেখানো হবে সিনেমা ‘ভাগ্য’। পরিচালনা করেছেন মাহবুবুর রশিদ মুন্না। অভিনয়ে মুন্না, নিপুণ আক্তার, মাসুম আজিজ, সাবিহা জামান প্রমুখ। ঈদের ২য় দিন দেখানো হবে ‘অপারেশন সুন্দরবন’। পরিচালনায় দীপংকর দীপন। অভিনয়ে রিয়াজ, জিয়াউল রোশান, সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, তাসকিন রহমান, শতাব্দী ওয়াদুদ প্রমুখ।
ঈদের ৩য় দিন ‘পায়ের তলায় মাটি নাই’। পরিচালনায় মোহাম্মদ রাব্বি মৃধা।
অভিনয়ে মোস্তফা মনোয়ার, দীপান্বিতা প্রমুখ। ঈদের ৪র্থ দিন দেখানো হবে ‘হডসনের বন্দুক’। পরিচালনায় প্রশান্ত অধিকারী। অভিনয়ে- লুৎফুর রহমান জর্জ, মৌসুমী হামিদ প্রমুখ। ঈদের ৫ম দিন ‘ফিরে দেখা’। পরিচালনায় রওশন আরা রোজিনা। অভিনয়ে নিরব, স্পর্শিয়া, রোজিনা, ইলিয়াস কাঞ্চন প্রমুখ। ঈদের ৬ষ্ঠ দিন: ‘ক্যাপ্টেন ফিলিপস’। পরিচালনায় পল গিনগ্রাস। অভিনয়ে টম হ্যাস্কস, বারখাদ আব্দি, ফয়সাল আহমেদ প্রমুখ। ঈদের ৭ম দিন ‘পরী’। পরিচালনায় রাশেদ শামীম শ্যাম। অভিনয়ে- ওমর সানী, দিলারা জামান, মোমেনা চৌধুরী, মীম মানতাশা, আমান রেজা, সেতু আজাদ, নওরিন, চিকন আলী প্রমুখ।
