বার্তাকক্ষ
এবারের ঈদকে ঘিরে বেশ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। রমজানের আগ পর্যন্ত টানা শো নিয়ে তিনি ব্যস্ত ছিলেন। আর রমজান জুড়ে রেকর্ডিং, চ্যানেলের অনুষ্ঠান নিয়ে ব্যস্ততা গেছে এ গায়িকার। এদিকে এবারের ঈদে তিন তিনটি চ্যানেলে সরাসরি গান গাইবেন লিজা। তবে এ লাইভের সংখ্যা আরও বাড়তে পারে। প্রতিবার ঈদেই লিজার ব্যস্ততা থাকে লাইভ নিয়ে। এবারো তার ব্যতিক্রম নয়। এবার ঈদের প্রথম দিন বিজয় টিভি’র লাইভে থাকবেন লিজা। রাত ৯টায় এটি শুরু হবে। অন্যদিকে এশিয়ান টিভিতে ঈদের দ্বিতীয় দিন রাত ১১টায় লাইভে থাকবেন এ গায়িকা।
এ ছাড়াও বৈশাখী টিভি’র ঈদ লাইভে দেখা যাবে তাকে। এসব লাইভে নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন লিজা। পাশাপাশি অনুরোধের গানও গাইবেন। লিজা বলেন, এবারের ঈদের ৩টি লাইভে থাকছি। ঈদের লাইভের মজা একটু আলাদা। তাই ভালো লাগছে দর্শকদের সঙ্গে থাকতে পারবো এই ভেবে। আশা করছি সবাই খুব উপভোগ করবেন। এদিকে ঈদের ছবি ‘আদম’-এ একটি গান গেয়েছেন লিজা। ‘কাঁখের কলশী’ শিরোনামের এ গানে লিজার সহশিল্পী রাজীব। আর সুলতান এন্টারটেইনমেন্টের ঈদের নাটক ‘ফিদা’য় একটি গান থাকছে লিজার। আহমেদ রিজভীর কথায় এর সুর করেছেন বেলাল খান। দ্বৈত এ গানে কণ্ঠও দিয়েছেন তিনি।
