বার্তাকক্ষ
ঈদ উদযাপনে সুবিধাবঞ্চিত পরিবারগুলোকে নিজের বেতন থেকে অর্থ সহায়তা দিয়েছেন নিত্য ব্যবহার্য ও ভোগ্যপণ্য (এফএমসিজি) উৎপাদনকারী কোম্পানি ইউনিলিভার বাংলাদেশের কর্মীরা। এই অর্থ দিয়ে ২৩০টি পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হবে। সহায়তার এই উদ্যোগ ইউনিলিভারের ‘এমপ্লয়ি ভলেন্টারিং প্রোগ্রাম’র অংশ।
ইউনিলিভার জানায়, ঈদে অনেক পরিবার প্রয়োজনীয় খাদ্যপণ্য কিনতে গিয়ে চাপে পড়ে যায়। এছাড়া মুদ্রাস্ফীতির কারণে এবার অনেক পরিবারেই ঈদ আনন্দ ব্যাহত হতে পারে। তাই সুবিধাবঞ্চিত পরিবারকে খাদ্য সহায়তা দিতে ইউনিলিভার বাংলাদেশ দুটি বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উৎস’ এবং ‘স্পৃহা বাংলাদেশ’র সঙ্গে অংশীদারিত্ব গড়েছে।
ইউনিলিভার বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপ অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর শামিমা আক্তার বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশের জন্য যা মঙ্গলজনক, ইউনিলিভারের জন্যও তা কল্যাণকর। ইউনিলিভার সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তি সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছে চলেছে। আমাদের কর্মীরা যে কোনো পরিস্থিতিতে সাহসী ও প্রয়োজনীয় ভূমিকা রেখে চলেছেন। ঈদের মহিমা হচ্ছে সমাজের অন্যদের যত্ন নেওয়া এবং প্রয়োজনে তাদের পাশে থাকা। আর তাই সুবিধাবঞ্চিতদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে আমরা ‘স্পৃহা’ এবং ‘উৎস’র সঙ্গে অংশীদারিত্ব গড়েছি।
তিনি আরও বলেন, রমজানে সহায়তামূলক এই ক্যাম্পেইনের লক্ষ্য বৈষম্যহীন ও সুখী সমাজ প্রতিষ্ঠা করা। এর ফলে ইউনিলিভারও সমৃদ্ধ হবে। সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের প্রতি সহমর্মিতা চর্চায় ও তাদের উন্নয়নে ইউনিলিভার ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অবদান রেখে যাবে।
