Thursday, June 1, 2023
Homeজাতীয়ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করেছে মেট্রোরেল

ঈদ আনন্দে নতুন মাত্রা যোগ করেছে মেট্রোরেল

Published on

সাম্প্রতিক সংবাদ

বকাঝকা না করে শিশুকে যেভাবে শাসনে রাখবেন

বার্তাকক্ষ এ প্রজন্মের শিশুদেরকে নিয়ন্ত্রণ করা বেশ মুশকিল, এমনটিই মত বেশিরভাগ অভিভাবকের। বেশিরভাগ বাবা-মা শিশুদেরকে...

১২ কেজি এলপিজির দাম কমলো ১৬১ টাকা

বার্তাকক্ষ ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার দিনেই কমলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম। ১২ কেজি...

রিটার্ন দাখিলে দিতে হবে ২ হাজার টাকা

বার্তাকক্ষ আয়কর রিটার্ন দাখিল করেন অথচ করযোগ্য আয় নেই—এমন ব্যক্তিদের ওপর ন্যূনতম কর আরোপের প্রস্তাব...

বাজেটে মানুষের কষ্ট লাঘব হবে: ওবায়দুল কাদের

বার্তাকক্ষ প্রস্তাবিত ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেটকে ‘জনবান্ধব’ বলে আখ্যায়িত করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল...

বার্তাকক্ষ
ঈদের দিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানো সবার জন্যই আনন্দের। সেই আনন্দে এবার যোগ হয়েছে মেট্রোরেল ভ্রমণ। ঈদের দিন দুপুর থেকে নগরবাসীর পাশাপাশি ঢাকার আশপাশের এলাকা থেকে অনেকেই পরিবার ও বন্ধুবান্ধব নিয়ে এসেছেন মেট্রোরেলে ভ্রমণ করতে।
আগারগাঁও স্টেশনে যাত্রীদের ভিড়আগারগাঁও স্টেশনে যাত্রীদের ভিড়
শনিবার (২২ এপ্রিল) দুপুরে আগারগাঁও মেট্রোরেল স্টেশনে সরেজমিন দেখা যায়, স্টেশনের গেট খোলার আগে থেকেই ভিড় জমিয়েছেন উৎসাহী যাত্রীরা। তাদের বেশিরভাগই প্রথমবারের মতো মেট্রোরেলে চড়বেন, তাই উচ্ছ্বাসটা ছিল একটু বেশিই। নিজেদের মধ্যে চলছিল মেট্রোরেল নিয়ে নানান আলোচনা। স্টেশন খুলতেই হৈ-হল্লায় ভেতরে প্রবেশ করেন তারা। বিস্ময় ও কৌতূহল নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন স্টেশনের ভেতরে, আর দেখছিলেন দেশের প্রথম এই আধুনিক যোগাযোগ ব্যবস্থা। সতর্কতার সঙ্গে সবাই মেনে চলছেন নির্দেশিকা। মেট্রোরেলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তরফে যাত্রীদের জানানো হয় ঈদের শুভেচ্ছা।
সাভারের হেমায়েতপুর থেকে ছয় বন্ধুসহ প্রথমবার মেট্রোরেলে ভ্রমণ করতে এসেছেন ফয়সাল। মেট্রোরেল নিয়ে তার মনে নানান প্রশ্ন। ফয়সাল বলেন, ‘চালু হওয়ার পর থেকেই টিভিতে দেখে আসছি, কিন্তু আসা হয়নি। আজ সকালে ঈদের নামাজ পড়ে প্ল্যান করেছি— মেট্রোরেলে চড়ে ঘুরবো। ভালো লাগছে, স্টেশনটা অনেক সুন্দর। এখন টিকিট কাটবো।’স্বামী মনোয়ারকে নিয়ে মেট্রোরেলে চড়তে এসেছেন ফারজানা বিথি। এর আগে সিঙ্গাপুর প্রবাসী স্বামীর কাছে তিনি সে দেশের মেট্রোরেল সম্পর্কে অনেক গল্প শুনেছেন। এবার স্বামী ছুটিতে দেশে আসায় তাকে নিয়েই মেট্রোরেলে ভ্রমণ করতে এসেছেন।
ফারজানা তার অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘আমি অনেক খুশি। বেশি খুশি হয়েছে আমার ছোট মেয়েটা।’ ফারজানা আরও বলেন, ‘মেট্রোরেল নিয়ে আমার স্বামীর কাছে অনেক গল্প শুনেছি। সিঙ্গাপুরে তিনি নাকি প্রত্যেক দিনই মেট্রোরেলে চড়েন। এখন বাংলাদেশেও মেট্রোরেল চালু হয়েছে৷ এখন আর গল্প শুনতে হবে না। নিজেই ঘুরে দেখবো।’
স্টেশনে সেলফি তুলতে ব্যস্ত কেউ কেউস্টেশনে সেলফি তুলতে ব্যস্ত কেউ কেউ
আগে থেকেই প্ল্যান ছিল ঈদের সময় মেট্রোরেলে চড়ার, জানিয়ে বন্ধুকে সঙ্গে নিয়ে আসা মো. আসাদ বলেন, ‘ স্টেশনটা অনেক আধুনিক ও সুন্দর। বিদেশি সিনেমায় মেট্রোরেল দেখেছি, আর এখন দেশেই চোখের সামনে দেখছি। অবশ্যই ভালো লাগছে।’
মিরপুর ১১ নম্বর থেকে উঠে ভ্রমণ শেষ করে আগারগাঁওয়ে পৌঁছানো আরেক যাত্রী লোকমান হোসেন বলেন, ‘মেট্রোরেল চড়ে মনে হচ্ছে বিদেশে আছি। এত দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়, ভাবতেই পারছি না। আমার বাচ্চারা তো খুবই খুশি।’
মেট্রোরেলে চড়ার অপেক্ষায় যাত্রীরা মেট্রোরেলে চড়ার অপেক্ষায় যাত্রীরা
উল্লেখ্য, ঈদ উপলক্ষে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ২০ মিনিট পরপর মেট্রোরেল চলাচল করছে।

spot_img
spot_img

এধরণের সংবাদ আরো পড়ুন

১২ কেজি এলপিজির দাম কমলো ১৬১ টাকা

বার্তাকক্ষ ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার দিনেই কমলো তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম। ১২ কেজি...

রিটার্ন দাখিলে দিতে হবে ২ হাজার টাকা

বার্তাকক্ষ আয়কর রিটার্ন দাখিল করেন অথচ করযোগ্য আয় নেই—এমন ব্যক্তিদের ওপর ন্যূনতম কর আরোপের প্রস্তাব...

দাম কমতে পারে যেসব পণ্যের

বার্তাকক্ষ জনস্বার্থ ও দেশীয় শিল্প সুরক্ষায় ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে বিভিন্ন ধরনের পণ্যে শুল্ক কর ও...