বার্তাকক্ষ
নারায়ণগঞ্জে যাত্রা শুরু করলো দেশের অন্যতম ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড ইয়েলো। গত রোববার ১৯তম আউটলেটটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইয়েলোর এক্সিকিউটিভ ডিরেক্টর শেহরিয়ার বার্নি, হেড অব রিটেল অপারেশন্স হাদী এস এ চৌধুরী, সিনিয়র অপারেশন ম্যানেজার শাহরিয়ান আহমেদ ও সুমিত তরফদার, সিনিয়র মার্কেটিং ম্যানেজার শাফায়াত সারওয়ার।এ সময় শিল্পপতি মো. আলমাস আলীসহ নারায়াণগঞ্জের গুণীজন ও ব্যবসা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইয়েলোর আউটলেটটি সব বয়সের ক্রেতার জন্য নিয়ে এসেছে আকর্ষণীয় সব পণ্য। যার মধ্যে অন্যতম চলতি বছরের ঈদ কালেকশন।
পুরুষদের জন্য আছে ফ্যাশনেবল ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, পোলো, ফরমাল শার্ট, পাঞ্জাবি, ডেনিম এবং আরও অনেক কিছু।নারীদের জন্য আছে সালওয়ার কামিজ, লন, শাড়ি, এখনিক কুর্তি এবং ফ্যাশন টপসসহ বিস্তর কালেকশন।
ইয়েলো এনেছে শিশু ও নবজাতকের জন্য অসাধারণ সব পোশাক। বিছানার চাদর থেকে শুরু করে সোফার কুশন কাভারসহ বিভিন্ন গৃহসজ্জার সামগ্রী এ স্টোরে পাওয়া যাচ্ছে।
